সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মতো গোহারা হেরেছে কেকেআর। মঙ্গলবার পাঞ্জাব কিংসের কাছে নাইটদের আত্মসমর্পণ দেখে এমনটাই বলছে নেটদুনিয়া। অনেকের মতে, প্রায় জেতা ম্যাচ এভাবে হাতছাড়া করা একমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব। সবমিলিয়ে নেটদুনিয়ায় ব্যাপক কটাক্ষের শিকার অজিঙ্ক রাহানেরা।
মঙ্গলবারের মুল্লনপুর যেন ব্যাটারদের বিভীষিকা ছিল। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু নাইট বোলারদের দাপটে ১৫.৩ ওভারেই শেষ হয়ে যায় পাঞ্জাব ইনিংস। সাকুল্যে ১১১ রান তোলে তারা। তবে রান তাড়া করতে নেমে আরও বিপাকে পড়ে কেকেআর। ম্যাচ শেষের দিকে মাত্র ২৩ রানের মধ্যে ৬ উইকেট পড়ে নাইটদের। পাঞ্জাব বোলারদের সামনে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় কেকেআর।
তারপরেই নেটপাড়ায় তুমুল সমালোচনার মুখে নাইটরা। নানারকম মন্তব্যের ভিড়ে আলাদা করে নজর কাড়ছে একটি শব্দ-'পাকিস্তান'। ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, যেভাবে জেতা ম্যাচও হেরে আসে পাকিস্তান, মঙ্গলবার ঠিক সেই ঘটনা দেখা গিয়েছে কেকেআর ইনিংসেও। আবার কারোওর মতে, আইপিএলে খেলার যোগ্যতা নেই কেকেআরের। নাইট বাহিনীর উচিত পাকিস্তান সুপার লিগে খেলা। কেউ বা বলছেন, চন্দ্রকান্ত পণ্ডিতের হাতে দল চালানোর ভার তুলে দেওয়া হয়েছে বলেই কেকেআরের এমন দুর্দশা।
লজ্জার হারের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন রাহানে। তাঁর কথায়, হারের কোনও ব্যাখ্যা নেই। তিনি নিজে খারাপ শট খেলে আউট হয়েছেন। কুৎসিত ব্যাটিং করেছে গোটা দল। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে কম রান করে জেতা। কেকেআরকে ধরাশায়ী করে নতুন রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস।
