সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বব কাউপার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়ছিলেন। তিনিই প্রথম ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন। দেশের হয়ে মাত্র ৪ বছর টেস্ট খেলেছেন। অবসর নেন ২৮ বছর বয়সে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে অভিষেক ঘটে বব কাউপারের। খেলেছেন ২৭টি টেস্ট। রান সংখ্যা ২০৬১। সেঞ্চুরি রয়েছে ৫টি। তবে ঘরোয়া ক্রিকেটে দশ হাজারের উপর রান ছিল অজি ক্রিকেটারের। এছাড়া স্পিন বলও করতেন তিনি। এই বাঁহাতি ব্যাটারের বাবা ডেভ কাউপারও রাগবি খেলার সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৬৫-৬৬ সালের অ্যাশেজে প্রথমে সেভাবে ফর্মে ছিলেন। তবে পঞ্চম টেস্টে মেলবোর্নে তিনি ৩০৭ রান করেন। তার জন্য বল নেন ৫৮৯। পরে অবশ্য ম্যাথু হেডেন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৮০ রান করেন। বর্তমানে এটাই অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রান। তবে হাতের চোটের জন্য ১৯৬৮ সালে কাউপার অবসর নিতে বাধ্য হন। অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টেস্টে তাঁর ব্যাটিং গড় ৭৫.৭৮। অজিভূমে একমাত্র একজনেরই তাঁর থেকে বেশি গড় আছে। তিনি ডন ব্র্যাডম্যান (৯৮.২২)।
অবসরের পর কাউপার ম্যাচ রেফারির দায়িত্বও সামলেছেন। ক্রিকেটে তাঁর অবদানের জন্য ২০০ সালে 'মেডেল অব দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া'র সম্মানে ভূষিত হন। কাউপারের প্রয়াণ শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থাও শোকপ্রকাশ করেছে।
