shono
Advertisement
Gautam Gambhir

ভারতীয় 'এ' দলের কোচ হিসেবে ইংল্যান্ডে যাচ্ছেন না গম্ভীর! পরিবর্ত কে?

তাঁর জায়গায় কোচ হিসেবে প্রাক্তন এক ভারতীয় ক্রিকেটারকে পাঠাচ্ছে বিসিসিআই।
Published By: Prasenjit DuttaPosted: 05:06 PM May 17, 2025Updated: 05:06 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরে ভারতের 'এ' দলের স্কোয়াড ঘোষণা হয়েছে শুক্রবার রাতেই। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলবে ভারতীয় 'এ' দল। যদিও সেই দলের কোচ হিসেবে দেখা যাবে না গৌতম গম্ভীরকে। তাঁর জায়গায় কোচ হিসেবে প্রাক্তন এক ভারতীয় ক্রিকেটারকে পাঠাচ্ছে বিসিসিআই।

Advertisement

৩০ মে থেকে শুরু হতে চলা এই সফরে হৃষিকেশ কানিতকরকে ভারত এ দলের কোচ হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, ওয়ানডে এবং টেস্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর নামের পাশে ৮ হাজার রান। তাছাড়াও কোচিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কাজ করেছেন ভিভিএস লক্ষ্মণের সহকারী হিসেবেও।

হৃষিকেশ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচি টাস্কার্স কেরালার সঙ্গে কাজ করেছেন। মহারাষ্ট্রের ঘরোয়া দলে ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অপরিসীম। ক্ষুরধার ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য পরিচিত তিনি। তরুণ প্রতিভার বিকাশে তাঁর অবদান বিশাল। প্রসঙ্গত, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু'টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত এ। ম্যাচ দু'টি হবে ক্যান্টারবেরি এবং নর্দাম্পটনে।

এরপরেই ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে। সেই কারণে ভারতীয় 'এ' দলের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজে পারফরম্যান্সের উপর ভিত্তি করেই মূল দলে সুযোগ পেতে পারেন অনেকেই। এখন দেখার হৃষিকেশ কীভাবে ভারতীয় 'এ' দলকে পরিচালনা করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ড সফরে ভারতের 'এ' দলের স্কোয়াড ঘোষণা হয়েছে শুক্রবার রাতেই।
  • অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলবে ভারতীয় 'এ' দল।
  • যদিও সেই দলের কোচ হিসেবে দেখা যাবে না গৌতম গম্ভীরকে।
Advertisement