shono
Advertisement
Gautam Gambhir

কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গম্ভীর! চ্যাম্পিয়ন হওয়ার পরে নাইট মেন্টরের পোস্ট ভাইরাল

কী বললেন গৌতম গম্ভীর?
Published By: Krishanu MazumderPosted: 08:31 PM May 27, 2024Updated: 09:35 PM May 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল খেতাব জিতে উঠে কৃষ্ণ-স্মরণ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। সততা এবং ন্যায়ের পথে যিনি থাকেন, কৃষ্ণ আজও তাঁর সহায় হন। গম্ভীরের এহেন প্রেরণাদায়ক পোস্টের পরই জল্পনা তীব্র। চর্চায় আরও একবার উঠে এসেছেন গৌতম গম্ভীর। 
এবারের আইপিএল মরশুমের শুরু থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে আশাবাদী কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। গম্ভীরকে দল পরিচালনার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন দলের মালিক শাহরুখ খান। কেকেআর মেন্টর নিজের মতো করে দলে গড়েছেন। শুরু থেকেই ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখেছেন। সবার মধ্যে সেই স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন। তারই ফলশ্রুতি কেকেআরের এই দাপট। শ্রেয়স আইয়ার ও তাঁর ছেলেরা এককাট্টা হয়ে মাঠে ঘাম ঝরিয়েছেন। রবিবার চিপকে কলকাতা নাইট রাইডার্স জেতার পরে গৌতম গম্ভীরকে কাঁধে তুলে নেন নাইটরা। তৃতীয় বার আইপিএল খেতাব ঘরে তোলার পরে গৌতম গম্ভীর সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ''যার মতি আর গতি সত্যের পথ ধরে চলে, তার রথ আজও টানেন কৃষ্ণ।'' 

Advertisement

গম্ভীরকে দলে পেতে মরিয়া ছিলেন মালিক শাহরুখ খান। সূত্রের খবর, তাঁকে দলে ধরে রাখতে ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিতে রাজি ছিলেন নাইট কর্ণধার। সূত্রের খবর সেরকমই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আইপিএলের (IPL 2024) চলতি মরশুম শুরুর আগে গম্ভীরকে ১০ বছরের জন্য নাইট মেন্টর থাকার প্রস্তাব দেন শাহরুখ। আগামী ১০ বছর কী ভাবে দল চলবে তার নীল নকশা তৈরি করার দায়িত্ব ছিল গম্ভীরের। সেজন্য পারিশ্রমিকও তাঁকেই ঠিক করার দায়িত্ব দেন এসআরকে। গম্ভীরের হাতে ব্ল্যাঙ্ক চেক তুলে দেন তিনি। টাকার অঙ্কটা গম্ভীরকেই বসাতে বলেন। এটাই বুঝিয়ে দেয়, গম্ভীরের উপরে কতটা আস্থা শাহরুখের। মালিকের আস্থার মর্যাদাও দেন গৌতম গম্ভীর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল খেতাব জিতে উঠে কৃষ্ণ-স্মরণ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
  • সততা এবং ন্যায়ের পথে যিনি থাকেন, তাঁর রথ আজও টানেন শ্রীকৃষ্ণ।
  • গম্ভীরের এহেন প্রেরণাদায়ক পোস্টের পরই জল্পনা তীব্র।
Advertisement