shono
Advertisement
Virat Kohli

'শুধু ধোনির ভক্তরাই আসল, বাকিরা তো টাকা দিয়ে কেনে', নাম না করে কোহলিকে খোঁচা ভাজ্জির?

আইপিএলে আরসিবি'র ম্যাচের সময়ই মন্তব্য হরভজনের।
Published By: Arpan DasPosted: 12:26 PM May 18, 2025Updated: 12:26 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ভারতে ধর্মের মতো। ক্রিকেটারদের প্রচুর ভক্ত। স্টেডিয়ামে হাজির হন হাজার-হাজার ভক্ত। সোশাল মিডিয়ায় মিলিয়নের উপর ফলোয়ার। কিন্তু সবাই কি হৃদয় থেকে ক্রিকেটারদের ভক্ত? নাকি 'ভক্ত' হওয়ার জন্য টাকা পান? হরভজন সিং কিন্তু মনে করেন ভারতে একজনেরই 'সত্যিকারের' ভক্তকুল রয়েছে। বাকিরা সবাই 'ভাড়াটে'। কাকে নিশানা করলেন?

Advertisement

ঘটনা হচ্ছে, ভাজ্জি কথাটা এমন একটা সময় বলছেন, যখন আইপিএলের দ্বিতীয় দফা শুরু হচ্ছে। আর প্রথম ম্যাচে নামছেন বিরাট কোহলি। দিনকয়েক আগেই তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। সেই ধাক্কা এখনও দেশের ক্রিকেটভক্তরা সামলাতে পারেননি। চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন বিরাট বন্দনা।

তার মধ্যেই ধোনির প্রশংসা করে হরভজন বলেন, "ধোনি চাইলে যতদিন খুশি খেলতে পারে। ভক্তরা চায় ও খেলুক। আমার মতে ধোনিরই একমাত্র প্রকৃত ভক্তকুল রয়েছে। বাকি সবার তো সোশাল মিডিয়ায় ভক্ত। তাদের আবার টাকা দিয়ে কেনা হয়। এই বিষয়টা এখন তোলা থাক। যদি এই নিয়ে কথা বলতে শুরু করি, তাহলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে।"

মজার বিষয়, ধোনির প্রশংসাও হরভজনের কাছে নতুন। তাহলে হঠাৎ মাহির উদাহরণ টেনে কাকে খোঁচা দিলেন? কারও নাম না করলে স্থান-কাল বিবেচনা করে কোহলিভক্তরা নিজেদের গায়েই মাখছেন। তারা আবার পালটাও দিচ্ছেন। এমনকী সামান্য রনজি ট্রফির ম্যাচও যেভাবে সমর্থকরা মাঠ ভরান, সেটা নিশ্চয়ই টাকা দিয়ে নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেট ভারতে ধর্মের মতো। ক্রিকেটারদের প্রচুর ভক্ত।
  • স্টেডিয়ামে হাজির হন হাজার-হাজার ভক্ত। সোশাল মিডিয়ায় মিলিয়নের উপর ফলোয়ার।
  • ভাজ্জি কথাটা এমন একটা সময় বলছেন, যখন আইপিএলের দ্বিতীয় দফা শুরু হচ্ছে।
Advertisement