shono
Advertisement
IPL

তামাক-মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না কোহলি-গাভাসকররা, আইপিএলকে নির্দেশ কেন্দ্রের

স্টেডিয়ামে বা ম্যাচ সম্প্রচারের সময়ে তামাক বা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না, নির্দেশ কেন্দ্রের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:49 PM Mar 10, 2025Updated: 04:49 PM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সময় তামাক এবং মাদকদ্রব্যের বিজ্ঞাপন বন্ধ করা হোক, এই মর্মে কর্তৃপক্ষকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলকে চিঠি লিখেছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অতুল গোয়েল। ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররাও কোনও মাদকের বিজ্ঞাপন করতে পারবেন না বলেও জানানো হয়েছে ওই চিঠিতে।

Advertisement

গত ৫ মার্চ কেন্দ্রে তরফে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে বলা হয়েছে, 'ক্যানসার, ফুসফুসের রোগ, হাইপারটেনশনের মতো নানা অসুখ বাড়ছে দেশজুড়ে। আর এই সমস্ত অসুখের নেপথ্যে রয়েছে তামাক এবং মাদক। তামাকজনিত অসুখে মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তাই আইপিএলের মঞ্চ থেকে এই ধরণের পণ্যের বিজ্ঞাপন দেখানো বন্ধ করা উচিত। কারণ ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে আইপিএলেই।'

তিন দফা নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। প্রথমত, স্টেডিয়াম বা ম্যাচ সম্প্রচারের সময়ে তামাক বা মাদকদ্রব্যের বিজ্ঞাপন দেখানো যাবে না। মাদক ব্র্যান্ডের অন্য ধরণের পণ্যের বিজ্ঞাপনও বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, খেলার মাঠ বা অন্যান্য জায়গায় তামাক পণ্য বিক্রি করা যাবে না। তৃতীয়ত, ক্রিকেটার বা ধারাভাষ্যকাররা এই ধরণের বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

উল্লেখ্য, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তন ক্রিকেটাররা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেন। আবার বিরাট কোহলিকে দেখা যায় রয়্যাল স্ট্যাগের বিজ্ঞাপনে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বেশ কয়েকজন ক্রিকেটারও বিজ্ঞাপন করেন। এবার আর তাঁদের বিজ্ঞাপন দেখা যাবে না আইপিএলে। তবে আইপিএলের বাইরেও অন্যত্র তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটার-ধারাভাষ্যকাররা, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তামাকজনিত অসুখে মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
  • তিন দফা নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
  • আইপিএলের বাইরেও অন্যত্র তামাক বা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন করতে পারবেন না ক্রিকেটার-ধারাভাষ্যকাররা, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের।
Advertisement