সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৪। কিন্তু ইতিমধ্যেই চর্চায় বৈভব সূর্যবংশী। আইপিএলের দৌলতে শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও তাকে নিয়ে প্রবল আলোচনা। কে বলবে, মূল দলে নয়, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডে ম্যাচ খেলছে বৈভব। অনেকেই তার সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত। কিন্তু ইংল্যান্ডে খেলে কত টাকা রোজগার করছে বিস্ময় প্রতিভা?
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুই ফরম্যাটেই খেলেছে বৈভব। আর সেখানে দারুণ ফর্মে রয়েছে বৈভব। একটি সর্বভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা ম্যাচ পিছু বোর্ডের থেকে ২০০০০ টাকা পায়। তবে তাকে অবশ্যই প্রথম একাদশে থাকতে হবে। অর্থাৎ ইংল্যান্ডে পাঁচটি ওয়ানডে খেলে বৈভব পাচ্ছে ১ লক্ষ টাকা। অন্যদিকে একটি চারদিনের টেস্ট খেলেছে ভারতীয় দল। সেখান থেকে ৮০০০০ টাকা পাবে। আরও একটি টেস্ট ম্যাচ আছে। সেই ম্যাচে বৈভব বাদ না পড়লে আরও ৮০০০০ টাকা পাবে। অর্থাৎ, সব মিলিয়ে তার আয় হবে ২ লক্ষ ৬০ হাজার টাকা।
ইংল্যান্ডে পাঁচটি ওয়ানডের প্রায় প্রত্যেকটিতেই ভালো রান করেছে। একাধিক রেকর্ডও গড়েছে। পাঁচটি ওয়ানডেতে তার রান সংখ্যা যথাক্রমে ৪৮, ৪৫, ৮৬, ১৪৩ ও ৩৩। অর্থাৎ সব মিলিয়ে তাঁর রান ৩৫৫। অন্যদিকে যুব টেস্টের প্রথম ইনিংসে রান ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৬। বৈভবকে নিয়ে ইংল্যান্ডে প্রবল মাতামাতি চলছে। সম্প্রতি দুই কিশোরী তাদের বাবার সঙ্গে পৌঁছে যায় বৈভবের সঙ্গে দেখা করতে। বাঁ-হাতি তারকার সঙ্গে ছবিও তুলেছে তারা। তাদের নাম আনিয়া এবং রিভা। দু’জনের বয়সই ১৪-র আশপাশে। বৈভবকে দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি দুই কিশোরী। রীতিমতো চিৎকার করে আনন্দে মেতে ওঠে তারা। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়। আইপিএলে রাজস্থানের হয়ে খেলে বৈভব। যারা তাকে ১.১০ কোটি টাকায় কিনেছে।
