shono
Advertisement
Vaibhav Suryavanshi

'দ্বিগুণ ভালো খেলতে হবে', আইপিএলের পর প্রথম মুখ খুলল 'বিস্ময় প্রতিভা' বৈভব

এবারের আইপিএলে 'সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' অ্যাওয়ার্ড পেয়েছে সূর্যবংশী।
Published By: Prasenjit DuttaPosted: 06:57 PM Jun 05, 2025Updated: 06:57 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর বয়সে বাইশ গজে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে মোহিত আট থেকে আশি। নেটদুনিয়া তো বটেই, তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটাররাও। আইপিএল শেষ হওয়ার পর প্রথমবার মুখ খুলতে দেখা গেল এই বৈভব সূর্যবংশীকে।

Advertisement

আইপিএলের ওয়েবসাইটে ১৪ বছরের এই 'বিস্ময় প্রতিভা'কে বলতে শোনা যায়, "আইপিএলে খেলার স্বপ্ন প্রত্যেকের থাকে। এটা আমার প্রথম মরশুম ছিল। অনেক কিছুই ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। মূল শিক্ষা হল, এই মরশুমে আমি যা-ই করে থাকি না কেন, পরেরবার আমাকে আরও ভালো খেলতে হবে। কেবল ভালো নয়, দ্বিগুণ ভালো খেলতে হবে, যাতে আমার দল ফাইনালে উঠতে পারে। তাই যতটা পারব অবদান রাখতে চাই। এই ব্যাপারেই মন দিতে চাই।"

বৈভবের সংযোজন, "পরের মরশুমের দলের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। আমার অনেক কিছু শেখারও আছে। কিছু জায়গায় মেরামতিরও প্রয়োজন। যে জায়গায় ভুল করেছি, সেই জায়গাগুলি নিয়ে বেশি করে পরিশ্রম করতে হবে।" উল্লেখ্য, এবারের আইপিএলে 'সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন' অ্যাওয়ার্ড পেয়েছে বৈভব।

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে দেখা যাবে তাঁকে। ২৪ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে বৈভব বলছে, "প্রথমবার ইংল্যান্ড যাচ্ছি। নতুন প্রতিযোগিতা। নতুন অভিজ্ঞতা। প্রস্তুতি ভালোই নিচ্ছি। ওখান থেকে সিরিজ জিতেই ফিরতে চাই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৪ বছর বয়সে বাইশ গজে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী।
  • গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সাহসী সেঞ্চুরি দেখে মোহিত আট থেকে আশি।
  • আইপিএল শেষ হওয়ার পর প্রথমবার মুখ খুলতে দেখা গেল এই বৈভব সূর্যবংশীকে।
Advertisement