সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি দু'বছর অন্তর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বসে ইংল্যান্ডে। সেই 'অলিখিত' নিয়মে এবার সিলমোহর পড়ল। রবিবার আইসিসি ঘোষণা করেছে, পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করবে ইসিবি। অর্থাৎ, ২০৩১ সাল পর্যন্ত ইংল্যান্ডেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
আইসিসি'র তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সাম্প্রতিক ফাইনালগুলি আয়োজনে দারুণ সফল ইংল্যান্ড। অসাধারণ ট্র্যাক রেকর্ড রয়েছে তাদের। সেই কারণে ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালে WTC ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড।" ২০২১ সালে সাউদাম্পটন, ২০২৩ সালে ওভাল এবং ২০২৫ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে WTC ফাইনাল আয়োজিত হয়েছিল।
প্রত্যেকবার কেন ইংল্যান্ডেই ফাইনাল হবে? আপত্তি জানিয়েছিলেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা। ফাইনাল আয়োজনের দাবি জানিয়েছিল বিসিসিআইও। কিন্তু সেসবে পাত্তা দিল না আইসিসি। জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিনটি চক্রের ফাইনালের আসর বসবে ইংল্যান্ডেই। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি'র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পরেই ফাইনালের ভেন্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন, ইংল্যান্ড ছাড়াও অন্য কোনও দেশেও এই ফাইনাল আয়োজন করা যেতে পারে। প্রশ্ন উঠেছে, বারবার কেন সুইং সহায়ক ইংল্যান্ডে গিয়েই খেতাবি লড়াইয়ে নামতে হবে দুই দলকে? বিশেষ করে যেখানে বৃষ্টির সম্ভাবনা থাকে। এমনকী বিসিসিআই টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু সেসব অভিযোগ ধোপে টিকল না। ২০৩১ সা; পর্যন্ত ইংল্যান্ডেই আয়োজিত হবে WTC ফাইনাল।
