সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত নিঃশব্দে হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) উদ্বোধনী অনুষ্ঠান। রবিবার লাহোর ফোর্টে অনুষ্ঠানের আসর বসেছিল। পাকিস্তানের বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করেন ওই অনুষ্ঠানে। হাজির ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী পাক দলও। কিন্তু অংশগ্রহণকারী দলের অধিনায়ক বা অন্য কোনও প্রতিনিধিকে দেখা যায়নি অনুষ্ঠানে। তাই ভক্তদের অনেকের মতে, উদ্বোধনী অনুষ্ঠান মোটেই জমকালো হয়নি।
অনুষ্ঠানের শুরুতেই আতিফ আসলাম-সহ বেশ কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করেন। আতসবাজির বিশেষ প্রদর্শনীও হয় লাহোর ফোর্টে। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ভাষণও দেন অনুষ্ঠানে। সেখানে বিশেষ ধন্যবাদ জানান নির্মাণশ্রমিকদের। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে পাকিস্তানের তিনটি স্টেডিয়াম। একটা সময়ে প্রশ্ন উঠেছিল আদৌ টুর্নামেন্টের আগে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হবে কিনা। কিন্তু ভাষণ দিতে গিয়ে নকভি বলেন, সময়মতো কাজ শেষ করার জন্য শ্রমিকদের ধন্যবাদ।
অনুষ্ঠানে হাজির ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাক স্কোয়াডও। সেদলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ঘরের মাটিতে খেতাব ধরে রাখবে পাকিস্তান। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা জেপি ডুমিনি এবং সদ্য অবসর নেওয়া নিউজিল্যান্ড পেসার টিম সাউদির সঙ্গে অনুষ্ঠানে একটি প্যানেলে যোগ দিয়েছিলেন সরফরাজ। কিন্তু মেগা টুর্নামেন্টের মূল আকর্ষণ- অধিনায়কদের একসঙ্গে ফটোশুট এবং সাংবাদিক সম্মেলন, সেটাই ছিল না রবিবারের লাহোর ফোর্টে। বর্তমান পাক দলের কাউকেও অনুষ্ঠানে দেখা যায়নি।
রবিবার পর্যন্তও পাকিস্তানে পৌঁছয়নি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ফলে আট দলের অধিনায়ককে একসঙ্গে নিয়ে ছবি তোলা বা সাংবাদিক বৈঠক অসম্ভব। ভারত অধিনায়ক রোহিত শর্মাও যাননি পাকিস্তানে। বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করলেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়নি। সবমিলিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান যেন 'নেই রাজ্যের দেশ'। অনেকের মতে, তারকাদের উপস্থিতি সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠান ম্যাড়ম্যাড়েই থেকে গিয়েছে।
