shono
Advertisement
ICC Rankings

আইসিসি বার্ষিক র‍্যাঙ্কিংয়ে সাদা বলে জয়জয়কার ভারতের, পতন ঘটল টেস্ট তালিকায়

লাল বলের আতঙ্ক কাটাতেই কি আইপিএল ফাইনালের দিন ইংল্যান্ড সফরে ভারতীয় 'এ' দল?
Published By: Arpan DasPosted: 08:57 PM May 05, 2025Updated: 08:57 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমরমিয়ে চলছে আইপিএল। কোন দল প্লে অফে যোগ্যতা অর্জন করবে, সেই নিয়ে চর্চা। এর মধ্যেই প্রকাশিত হল আইসিসি বার্ষিক র‍্যাঙ্কিং। সেখানে ভারতীয় দল ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও, পতন ঘটল টেস্ট র‍্যাঙ্কিংয়ে।

Advertisement

মাস কয়েক আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল রোগিত-ব্রিগেড। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেই সুফল পেল ভারত। ১২৪ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাকিস্তান পাঁচে ও বাংলাদেশ দশ নম্বরে আছে।

টি-টোয়েন্টিতেও শীর্ষে ভারত। পয়েন্ট ১৫৪২৫ ও রেটিং ২৭১। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিতরা। তারপর অবশ্য বিরাট-রোহিতরা এই ফরম্যাট থেকে অবসর নেন। যদিও সূর্যকুমার যাদবের নেতৃত্বে দাপট বজায় রেখেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এখানেও নীচের দিকে পাকিস্তান ও বাংলাদেশ। তারা রয়েছে অষ্টম ও নবম স্থানে।

তবে টেস্টে একধাপ নেমে চতুর্থ স্থানে রয়েছে ভারত। গৌতম গম্ভীরের দলের রেটিং ১০৫। স্পষ্টতই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের ব্যাপক প্রভাব পড়েছে এই র‍্যাঙ্কিংয়ে। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৬। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সাতে ও বাংলাদেশ দশ নম্বরে রয়েছে।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২০ জুন থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। সব ঠিক থাকলে আইপিএল ফাইনালের দিনই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় 'এ' দল। মূল দলে কারা থাকতে পারেন, সেটাও মোটামুটি ঠিক করে ফেলেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীর। যারা ফাইনাল খেলবেন না, তারাও 'এ' দলের সঙ্গে চলে যাবেন।

এই সিরিজেই বেছে নেওয়া হতে পারে ভারতীয় পরবর্তী অধিনায়ক কে হতে পারেন। সেক্ষেত্রে এগিয়ে আছেন শুভমান গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিলের সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে। আইপিএলেও অসাধারণ ফর্মে রয়েছেন। তাই তাঁর দিকেই পাল্লা ভারী বলে মনে করছে ক্রিকেট মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রমরমিয়ে চলছে আইপিএল। কোন দল প্লে অফে যোগ্যতা অর্জন করবে, সেই নিয়ে চর্চা।
  • এর মধ্যেই প্রকাশিত হল আইসিসি বার্ষিক র‍্যাঙ্কিং।
  • সেখানে ভারতীয় দল ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রাখতে পারলেও, পতন ঘটল টেস্ট র‍্যাঙ্কিংয়ে।
Advertisement