সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষ হয়েছিল দু'দিনের মধ্যে। সেই পিচকে 'অসন্তোষজনক' বলার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। যা নিঃসন্দেহে বড় শাস্তি। ঘটনা হল, ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট শেষ হয়েছিল আড়াই দিনে। এবার ইডেনের 'রিপোর্ট কার্ডও' জানাল আইসিসি। সেখানে ইডেন নিয়ে কী মতামত বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার?
বক্সিং ডে টেস্ট শেষ হতে পুরো দুটো দিনও লাগেনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পৌনে দু’দিনে খেলা শেষ। যার পর থেকে বলা হচ্ছে, উপমহাদেশে দু’দিনে টেস্ট শেষ হয়ে গেলে হইচই শুরু হয়ে যায়। তবে আইসিসি’ও চুপ করে বসে নেই। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এমসিজি’কে শুধু ‘অসন্তোষজনক’ বলেনি। শাস্তিও দিয়েছে।
এমসিজি’তে প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট, পরের দিন ১৬ উইকেট। ব্যস, পৌনে দু’দিনেই টেস্ট শেষ। যা নিয়ে ম্যাচ রেফারি জেফ ক্রো মতামত দিয়েছিলেন, ‘এই পিচ বোলারদের একটু বেশিই সাহায্য করেছে।’ যার ভিত্তিতে এমসিজি’র পিচকে ‘অসন্তোষজনক’ তকমা দিয়েছে আইসিসি। পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
অন্যদিকে নভেম্বর মাসে ইডেনে আড়াই দিনে টেস্ট হেরেছিল ভারত। টার্নিং ট্র্যাকে হিমশিম খান দু'দলের ব্যাটাররাই। ১৪-১৬ নভেম্বরের মধ্যে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জেতে। তবে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইডেনের পিচকে 'সন্তোষজনক' বলেছে। ফলে ইডেনের উপর কোনও শাস্তির খাঁড়া নেই। অন্যদিকে দ্বিতীয় টেস্ট হয়েছিল গুয়াহাটিতে। সেই টেস্ট প্রোটিয়ারা জেতে ৪০৮ রানে। গুয়াহাটির পিচকে আইসিসি 'খুব ভালো' তকমা দিয়েছে। দুই টেস্টই জিতে ভারতের মাটিতে ২৫ বছর পর ভারতকেই চুনকাম করে দক্ষিণ আফ্রিকা।
