shono
Advertisement
Bangladesh

বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন মুস্তাফিজুররা? দু'দিনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে আইসিসি

আইসিসির কাছে ইতিমধ্যেই একবার ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 02:35 PM Jan 08, 2026Updated: 03:52 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির কাছে ইতিমধ্যেই একবার ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবারও কি বিসিবির আবেদন খারিজ করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা? জানা গিয়েছে, আগামী শনিবারের মধ্যে বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে ফেলবে আইসিসি। আবারও কি বিসিবির আবেদন খারিজ হবে নিয়ামক সংস্থার কাছে? যাবতীয় বিরোধিতা ভুলে ভারতে খেলতে হবে লিটন দাসদের?

Advertisement

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে 'নিষিদ্ধ' করেছে বিসিসিআই। এই সিদ্ধান্ত ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকী আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না। যদিও আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়।

সেই চিঠি পেয়ে কিছুটা সুর নরম করেছিল বাংলাদেশ বোর্ড। কিন্তু তারপরেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ফের সাফ বলে দেন, কোনওভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা-সমস্ত কিছুর সঙ্গে আপস করে মুস্তাফিজুররা ভারতে খেলবেন না।

বাংলাদেশের তরফে এমন কঠোর বার্তা পেয়ে কী করবে আইসিসি? লিটনদের ভারতেই খেলতে বলা হবে? নাকি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হবে বাংলাদেশের ম্যাচ? বিশ্বকাপ নিয়ে আইসিসির তরফে যতবার বাংলাদেশ বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কোনওবারই জয় শাহদের পক্ষ থেকে খুব কঠোর বার্তা দেওয়া হয়নি। বরং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথা বলা হয়েছে। সেই নরম অবস্থান থেকে এবার কি সরে আসবে আইসিসি? সূত্র বলছে, আগামী ১০ নভেম্বরের মধ্যেই যাবতীয় জল্পনার অবসান হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে 'নিষিদ্ধ' করেছে বিসিসিআই। এই সিদ্ধান্ত ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে।
  • বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ফের সাফ বলে দেন, কোনওভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ।
  • লিটনদের ভারতেই খেলতে বলা হবে? নাকি শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হবে বাংলাদেশের ম্যাচ?
Advertisement