shono
Advertisement

Breaking News

Team India

চতুর্থ টেস্টে দল পাবে বুমরাহ-পন্থকে! ম্যাঞ্চেস্টারে জিতে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া

২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট।
Published By: Prasenjit DuttaPosted: 09:00 PM Jul 16, 2025Updated: 01:57 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে শুরু হবে চতুর্থ টেস্ট (IND vs ENG 4th Test)। তার আগে ভারতীয় শিবিরে দু'টি প্রশ্ন। জশপ্রীত বুমরাহ কি চতুর্থ টেস্ট খেলবেন? ঋষভ পন্থের চোটের অবস্থাও বা কী? তৃতীয় টেস্টে ২২ রানে পরাজয়ের পর সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। আর তাই ম্যাঞ্চেস্টারে নামার আগে এই দুই ক্রিকেটার সম্পর্কে চূড়ান্ত কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যাঞ্চেস্টারে জিতে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া দুই তারকা ক্রিকেটারকে রেখেই চতুর্থ টেস্টে দল সাজাতে চলেছে। 

Advertisement

স্কাই স্পোর্টসের এক প্রতিবেদন অনুসারে, জশপ্রীত বুমরাহ চতুর্থ টেস্টে খেলার জন্য প্রস্তুত। সিরিজ শুরুর আগে থেকেই নির্ধারিত ছিল, ওয়ার্কলোডের কারণে বুমরাহ ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলবেন। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট তিনি খেলেননি। তাই জল্পনা ছিল, চতুর্থ টেস্টে তিনি হয়তো মাঠে নামবেন না।

সিরিজ জুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন বুমরাহ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। লর্ডস টেস্টে ফিরে প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ ৭ উইকেট পেয়েছিলেন তিনি। অর্থাৎ দু'টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১২টি। ম্যাঞ্চেস্টারে তিনি প্রথম এগারোয় থাকলে ভারতীয় দলের কাছে এর চেয়ে ভালো কিছু হয় না। জানা গিয়েছে, চতুর্থ টেস্টে তাঁকে খেলাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আরেকটি সুখবর হল, চতুর্থ টেস্ট খেলার জন্য ফিট ঋষভ পন্থ। অধিনায়ক শুভমান গিল নিশ্চিত করেছেন, ম্যাঞ্চেস্টার টেস্টে দলে থাকবেন পন্থ। গিল বলেন, "ঋষভের স্ক্যান করানো হয়েছে। কোনও বড় আঘাত নেই। তাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আশা করি ও খেলবে।" লর্ডস টেস্টের প্রথম ইনিংসে কিপিং করার সময় আঙুলে চোট পান পন্থ। এরপর তিনি আর কিপিং করতে পারেননি। তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুড়েল। যদিও দস্তানা হাতে খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না তিনি। ২৫ রান বাই দিয়েছিলেন। আর ভারত হেরে বসে ২২ রানে। এই অবস্থায় পন্থের ফিট হয়ে ওঠার খবরে স্বস্তি পাবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় টেস্টে ২২ রানে পরাজয়ের পর সিরিজে পিছিয়ে পড়েছে ভারত।
  • আর তাই ম্যাঞ্চেস্টারে নামার আগে এই দুই ক্রিকেটার সম্পর্কে চূড়ান্ত কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
  • এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুই তারকা ক্রিকেটারকে রেখেই চতুর্থ টেস্টে দল সাজাতে চলেছে টিম ইন্ডিয়া।
Advertisement