shono
Advertisement
IND vs ENG

এজবাস্টনে রেকর্ডের ফুলঝুরি, প্রথম এশিয়ান দল হিসেবে একগুচ্ছ নজির টিম ইন্ডিয়ার

এজবাস্টনে ৬৩ বছরের ইতিহাসে নজির শুভমানদের।
Published By: Prasenjit DuttaPosted: 01:16 PM Jul 07, 2025Updated: 05:27 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এজবাস্টনে ভারত জিততে পারে না। এই মিথ এবার মিথ্যে প্রমাণিত হয়েছে শুভমান গিল, আকাশ দীপদের দাপটে। ১৯৬২ সাল থেকে এজবাস্টনের মাঠে শুরু হয়েছে টেস্ট খেলা। কিন্তু এতদিন সেখানে কোনও এশিয়ান দল জিততে পারেনি। অর্থাৎ, রবিবার প্রথম এশিয়ান দল হিসেবে এজবাস্টনে ৬৩ বছরের ইতিহাসে টেস্ট জিতল ভারতীয় দল। ঐতিহাসিক এই টেস্ট জয়ের পর একগুচ্ছ রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।

Advertisement

৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়েছে শুভমান বাহিনী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এবার নিজেদের সেই রেকর্ড ভাঙল ভারত। এখানেই শেষ নয়। বিলেতের মাটিতে এশীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বড় জয় এটাই।

এজবাস্টনে আকাশ দীপ নিয়েছেন ১৮৭ রানে ১০ উইকেট। এমন পারফরম্যান্সের পর নজির গড়েছেন তিনি। ইংল্যান্ডে মাটিতে এক টেস্টে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং করেছেন আকাশ দীপ। ১৯৮৬ সালে এজবাস্টনে চেতন শর্মা নিয়েছিলেন ১৮৮ রানে ১০ উইকেট।

বার্মিংহামে আকাশ দীপ এবং মহম্মদ সিরাজের জুটিতে টিম ইন্ডিয়া তুলে নিয়েছে ১৭ উইকেট। কোনও এক টেস্টের নিরিখে এই নজির যৌথভাবে সর্বোচ্চ। ২০০৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিপক্ষে ইরফান পাঠান ও জহির খান, ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে ইশান্ত শর্মা ও উমেশ যাদবও ১৭ উইকেট নিয়েছিলেন।

ভারতের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নজির গড়েছেন শুভমান গিল। এখন তাঁর বয়স ২৫ বছর ৩০১ দিন। আগে এই কৃতিত্ব ছিল সুনীল গাভাসকরের। তাঁর নেতৃত্বে অকল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই সময় গাভাসকরের বয়স ছিল ১৯৭৬ সালে ২৬ বছর ২০২ দিন।

এজবাস্টন টেস্টে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG) মিলে করেছে ১৬৯২ রান। দুই দলের মধ্যে একটি টেস্টে সর্বোচ্চ রান এটা। চলতি সিরিজের প্রথম টেস্টে দুই দল মিলে তুলেছিল ১৬৭৩ রান। সেই রেকর্ডকে ছাপিয়ে গেল বার্মিংহাম টেস্ট। তাছাড়াও হেডিংলি এবং এজবাস্টন - দুই ভেন্যুতে টেস্টে সব মিলিয়ে ১৮৪৯ রান করেছে ভারত। যা সিরিজের প্রথম দু'টি টেস্টে যে কোনও দলের কাছে সর্বোচ্চ। অন্যদিকে, দুই টেস্টে ভারত ও ইংল্যান্ডের রান সংখ্যা যোগ করলে হয় ৩৩৬৫। প্রথম দু'টি টেস্টে কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রথম দু'টি ম্যাচে সর্বোচ্চ রান এটা। এর আগে সর্বোচ্চ ছিল ১৯২৪-২৫ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ৩২৩০ রান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এজবাস্টনে ভারত জিততে পারে না। এই মিথ এবার মিথ্যে প্রমাণিত হয়েছে শুভমান গিল, আকাশ দীপদের দাপটে।
  • ১৯৬২ সাল থেকে এজবাস্টনের মাঠে শুরু হয়েছে টেস্ট খেলা।
  • কিন্তু এতদিন সেখানে কোনও এশিয়ান দল জিততে পারেনি।
Advertisement