shono
Advertisement
Ranji Trophy

রনজিতে ডবল সেঞ্চুরি গম্ভীরের 'চক্ষুশূলে'র, ধন্যবাদ জানালেন ভারতের টি-২০ অধিনায়ককে

ভারতীয় ক্রিকেটে তিনি 'ব্রাত্য'। বিজয় হাজারেতে একের পর এক সাইক্লোনিক ইনিংস উপহার দিয়েছেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:50 PM Jan 24, 2026Updated: 07:50 PM Jan 24, 2026

ভারতীয় ক্রিকেটে তিনি 'ব্রাত্য'। বিজয় হাজারেতে একের পর এক সাইক্লোনিক ইনিংস উপহার দিয়েছেন। রনজিতেও আগুনে ফর্মে ব্যাট করছেন। সরফরাজ খান। হায়দরাবাদের বিরুদ্ধে ডবল সেঞ্চুরির পর গৌতম গম্ভীরের 'চক্ষুশূল' ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে। 

Advertisement

মুম্বই দলে যশস্বী জয়সওয়াল ও অজিঙ্ক রাহানে খেলছেন না। সেটা বুঝতে দেননি সরফরাজ। মহম্মদ সিরাজের হায়দরাবাদের বিরুদ্ধে তিনি করেন ২১৯ বলে ২২৭ রান। ১৯টি চারের পাশাপাশি ছিল ৯টি ছক্কা। মুম্বইয়ের ইনিংস থামে ৫৬০ রানে। এমন ঝাঁ-চকচকে ইনিংসের পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "তখন ১৮০ রানে ব্যাট করছিলাম। সিরাজের বলে জীবনের সবচেয়ে বড় ছক্কা মেরেছি। বলটি স্টেডিয়ামের দ্বিতীয় টিয়ারে লাগে। আমি এখন নির্ভীকভাবে ব্যাট করছি।"

এরপর সূর্যকুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "পাঁচ বছর আগেকার কথা। মুম্বই দলে সূর্যভাই ওর পাঁচ নম্বর জায়গাটা আমার জন্য ছেড়ে দেয়। আর দেখো, আমি এখন কোথায়! যখন সুযোগ পাচ্ছিলাম না, সেই সময় তিন নম্বরে নামার প্রয়োজন ছিল। সেই সময় সূর্যভাই আমার জন্য আবার ওর তিন নম্বর জায়গাটা ছেড়ে দিয়েছিল। ওর একটা ধন্যবাদ প্রাপ্য।" সরফরাজ আরও বলেন, "সূর্য আমাকে ছোটবেলা থেকেই দেখেছে। ও জানে কীভাবে আমি ও আমার বাবা ক্রিকেট নিয়ে পরিশ্রম করেছি। ও নিজেও কঠোর পরিশ্রম করে শীর্ষে উঠেছে। সেই কারণেই ও ভারত অধিনায়ক। ও অন্যদের নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয়। সূর্য একজন দুর্দান্ত অধিনায়ক। কারণ সে তার দলের অন্যদের সম্পর্কেও ইতিবাচক চিন্তা করে।"

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফিতে মেলবোর্নে টেস্ট হারের পর ড্রেসিংরুমে মেজাজ হারিয়েছিলেন ভারতীয় কোচ। শোনা যায়, হারের পর নাকি ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কোচ গৌতম গম্ভীর। তাঁর রোষে পড়েন অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিও। ঋষভ পন্থের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সব খবর সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। যা নিয়ে রীতিমতো বিতর্ক বেঁধে যায়। এভাবে ড্রেসিংরুমের খবর বাইরে যাওয়া ভারতীয় দলের সাজঘরের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দেয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কাণ্ডটি ঘটিয়েছেন সরফরাজ খান, আর সেটা গৌতম গম্ভীরের রিপোর্টেই প্রকাশ্যে এসেছে। অনেকেই বলেন, তারপর থেকেই সরফরাজের সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভালো নয়। সেই সরফরাজই গম্ভীরের টি-টোয়েন্টি দলের অধিনায়ককে 'ধন্যবাদ' জানালেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement