shono
Advertisement
Rohit Sharma-Virat Kohli

রোহিত-কোহলি-গিল কেউই ৭ কোটি টাকা পাওয়ার যোগ্য নন! বিস্ফোরক বিসিসিআই সচিব

রোহিত ও কোহলি, দুজনেই এখন শুধু ওয়ানডে খেলেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
Published By: Subhajit MandalPosted: 09:11 PM Jan 24, 2026Updated: 09:11 PM Jan 24, 2026

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোনও A+ ক্যাটেগরি থাকছে না। কারণ একজন ছাড়া দেশের কোনও ক্রিকেটারই এই মুহূর্তে ওই ক্যাটেগরিতে থাকার যোগ্য নন। কোনও রাখঢাক না করে সাফ বলে দিলেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। তাঁর যুক্তি হল, A+ ক্যাটেগরিটি তৈরি হয়েছিল ৩ ফরম্যাটের ক্রিকেটারদের জন্য। কিন্তু এই মুহূর্তে ওই ক্যাটেগরি রাখার মতো উপযুক্ত ক্রিকেটার নেই।

Advertisement

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি এখন চারটি ভাগে বিভক্ত। এ+ চুক্তিতে এখন রয়েছেন রোহিত শর্মা, কোহলি কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এরপর আছে এ, বি ও সি বিভাগ। এবার এ+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগরকরের নির্বাচক কমিটি। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই নিয়ে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ+ বিভাগটি যে সরছে সেটা নিশ্চিত করেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়াও। তিনি বলছেন, "কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আমরা একটা ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখন যারা ওই ক্যাটেগরিতে আছেন, তাঁরা কেউই আর তিন ফরম্যাটে খেলেন না। তাঁরা একটি ফরম্যাটে খেলেন। আমরা ‘এ+’ ক্যাটেগরির জন্য যে যোগ্যতামান নির্ধারণ করেছি, তাতে কেউ নেই। তাই এই ক্যাটেগরিটা থাকছে না।"

সাইকিয়া সাফ বলেছেন, "যারা এ+ ক্যাটেগরিতে খেলছেন তাঁরা কেউই আর ৩ ফরম্যাট খেলেন না। এক জনকে নিয়ে একটা ক্যাটাগরি রাখা যায় না। একটা ক্যাটাগরির রাখতে হলে ন্যূনতম ক্রিকেটার তাতে রাখতে হয়। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।" বোর্ড সচিবের কথায়, এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। তাই এতে আঘাত পাওয়ার কিছু নেই।" এ+ ক্যাটেগরি উঠে যাওয়ায় আর বার্ষিক ৭ কোটি টাকা রোজগার কোনও ক্রিকেটারের থাকবে না। যদি না বিসিসিআই A ক্যাটেগরির বেতন বাড়ানো হয়।

রোহিত ও কোহলি, দুজনেই এখন শুধু ওয়ানডে খেলেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। রবীন্দ্র জাদেজাও টি-২০ থেকে অবসর নিয়েছেন। গ্রেড এ-তে থাকা শুভমান গিল দুই ফরম্যাটের অধিনায়ক। তিনি পান ৫ কোটি টাকা। অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন ৩ কোটির গ্রেড বি’তে। ভারতীয়দের মধ্যে জশপ্রীত বুমরাহ তিন ফরম্যাটেই খেলেন। তবে শুধু তাঁর জন্য আলাদা ক্যাটেগরি করতে নারাজ বোর্ড। যদিও অন্যভাবে বুমরাহর রোজগারের ব্যাপারটা খেয়াল রাখার ইঙ্গিত দিয়েছেন দেবজিৎ সাইকিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement