অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়যাত্রা অব্যাহত রাখল ভারত। শনিবার ৭ উইকেটে জিতল আয়ুষ মাত্রের দল। ছোটদের বিশ্বকাপে তিন ম্যাচ জিতে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল ভারত। সুপার সিক্সে পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কবে রয়েছে সেই মহারণ?
বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামার পর ওভার কমে হয় ৩৭ ওভার। ভারতীয় বোলারদের দাপটের সামনে খড়কুটোর মতো ভেঙে পড়ে কিউয়িদের ইনিংস। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। আরএস অম্বরীশ, হেনিল প্যাটেলদের সামনে তখন থরহরিকম্প অবস্থা নিউজিল্যান্ডের। এরপর ফের বিঘ্ন ঘটায় বৃষ্টি।
বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের বোলিংয়ের সামনে কল্কে পায়নি নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৩৫ রানে অল আউট হয়ে যায় তারা। কিউয়িদের হয়ে সর্বোচ্চ রান ক্যালাম স্যামসনের। ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। সেলউইন সঞ্জয় করেন ২৮। ভারতের হয়ে অম্বরীশ নেন ২৯ রানে ৪ উইকেট। হেনিল পেয়েছেন ৩ উইকেট। খিলান প্যাটেল, মহম্মদ এনান এবং কণিষ্ক চৌহান ভাগ করে নেন একটি করে উইকেট।
ডার্কওয়ার্থ লুইস নিয়মে ভারতের লক্ষ্য হয় ১৩০। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যারন জর্জের (৭) উইকেট খোয়ায় ভারত। তবে বৈভব সূর্যবংশীর ঝড় অব্যাহত থাকে। ২৩ বলে ৪০ রান করে ভারতের 'বিস্ময় প্রতিভা' যখন সাজঘরের পথে পা বাড়ায়, ভারতের রান ৮৭। অর্থাৎ জয়ের ভিত তৈরিই হয়ে গিয়েছিল তখন। সুখবর হল, রানে ফিরেছেন অধিনায়ক আয়ুষ। ২৭ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। এরপর বিহান মালহোত্রা (১৭)। বেদান্ত ত্রিবেদী (১৩) অপরাজিত থেকে ভারতকে জয়ের সরণিতে নিয়ে যান। ৪ উইকেট নিয়ে ম্য়াচ সেরার পুরস্কার পান অম্বরীশ। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে বৈভবদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
