shono
Advertisement
India A

দুই 'অনামী' ক্রিকেটারের দাপট, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত এ দল

চতুর্থ দিনে চালকের আসনে ভারত এ।
Published By: Arpan DasPosted: 09:37 PM Jun 09, 2025Updated: 09:37 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চতুর্থ দিনে চালকের আসনে ভারত এ। অভিমন্যু ঈশ্বরণের হাফসেঞ্চুরির পর ভারতকে টানলেন দুই অনামী মুখ। তাঁরা তনুষ কোটিয়ান ও অংশুল কাম্বোজ। দুজনের কেউই এখনও ভারতের হয়ে টেস্ট খেলেননি। তবে তনুষ ডাক পেয়েছিলেন। তিনি অপরাজিত রইলেন ৯০ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত এ দল ৭ উইকেটে ৪১৭ রানে ডিক্লেয়ার করে। লিড ৪৩৮ রানের।

Advertisement

প্রথম ইনিংসে ভারত এ দল করে ৩৪৮ রান। সেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল। হাফসেঞ্চুরি ছিল ধ্রুব জুড়েলের। তবে সেখানে রান পাননি যশস্বী জয়সওয়াল ও অভিমন্যু ঈশ্বরণ। জবাবে ইংল্যান্ড লায়ন্সও জোর টক্কর দেয়। এমিলিও গে করেন ৭১ রান। অন্যদিকে টম হেইন্সের রান ছিল ৫৪। শেষ পর্যন্ত তারা থামে ৩২৭ রানে। ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছিলেন খলিল আহমেদ। দুটি করে শিকার অংশুল কাম্বোজ ও তুষার দেশপাণ্ডের।

দ্বিতীয় ইনিংসে ভারত এ দলকে ফের ভোগালেন যশস্বী জয়সওয়াল। এবার তিনি ফেরেন মাত্র ৫ রানে। যশস্বীর রান না পাওয়া নিশ্চয়ই চিন্তায় রাখবে গুরু গম্ভীরকে। তবে ভরসা দিলেন অভিমন্যু ঈশ্বরণ। ভারত এ দলের অধিনায়ক ৯২ বলে করেন ৮০ রান। কেএল রাহুলও হাফসেঞ্চুরি করেন। এরপর করুণ নায়ার (১৫), ধ্রুব জুড়েল (২৮), নীতীশকুমার রেড্ডি (৪২) ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। শার্দূল ঠাকুর করেন ৩৪ রান। তখন ভারত এ দলের রান ছিল ৭ উইকেট হারিয়ে ২৬৮।

সেখান থেকে যে রানটা ৪১৭-য় পৌঁছল, তার কৃতিত্ব শুধু দুজনের- তনুষ কোটিয়ান ও অংশুল কাম্বোজের। ১০৮ বলে ৯০ রান করেন তনুষ। মারেন দশটি চার। অন্যদিকে ৮৬ বলে ৫১ রান করেন অংশুল। দুজনেই অপরাজিত থাকেন। ইংল্যান্ড লায়ন্সের জন্য ৪৩৮ রানের লিড নেন অভিমন্যুরা। এর মধ্যে একটি উইকেটও হারিয়েছে ইংল্যান্ড লায়ন্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চতুর্থ দিনে চালকের আসনে ভারত এ।
  • অভিমন্যু ঈশ্বরণের হাফসেঞ্চুরির পর ভারতকে টানলেন দুই অনামী মুখ। তাঁরা তনুষ কোটিয়ান ও অংশুল কাম্বোজ।
  • দুজনের কেউই এখনও ভারতের হয়ে টেস্ট খেলেননি। তবে তনুষ ডাক পেয়েছিলেন।
Advertisement