shono
Advertisement
Duleep Trophy

বাংলাদেশ সিরিজের আগে রানে ফিরলেন পন্থ, দাপট দেখিয়ে জাতীয় দলে কড়া বাংলার অভিষেকের

দলীপ ট্রফির ইন্ডিয়া ডি দলের বিরুদ্ধে জয় পেল রুতুরাজের সি দল। অন্য ম্যাচে এগিয়ে ইন্ডিয়া বি।
Published By: Arpan DasPosted: 07:34 PM Sep 07, 2024Updated: 07:34 PM Sep 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দিনেই শেষ হয়ে গেল দলীপ ট্রফির ইন্ডিয়া ডি ও সি দলের ম্যাচ। যেখানে জয় পেল রুতুরাজ গায়কোয়াড়ের সি দল। শেষ দিনে ম্যাচের অন্যতম নায়ক হয়ে উঠলেন বাংলার অভিষেক পোড়েল। অন্য আরেকটি ম্যাচে এ দলের বিরুদ্ধে ইন্ডিয়া বি এগিয়ে রয়েছে ২৪০ রানে।

Advertisement

এবার দলীপ ট্রফিতে প্রতিটি দলেই রয়েছে একাধিক তারকা। প্রথমে রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলার গুঞ্জন থাকলেও পরে সেটা বাস্তবরূপে দেখা যায়নি। চোটের জন্য বাদ গিয়েছেন অনেক তারকাই। তার পরও শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের উপস্থিতি জৌলুস বাড়িয়েছে এবারের দলীপ ট্রফির। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় পড়েছিল শ্রেয়সের ডি দল। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। এদিন তাঁরা থেমে যান ২৩৬ রানে। মানব সুতারের (৪৯/৭) বোলিংয়ের সামনে লড়াই করেও যথেষ্ট রান করতে পারেননি শ্রেয়স, দেবদত্তরা। জয়ের জন্য ২৩৩ রান তাড়া করতে গিয়ে জবাবে শুরুতেই দুরন্ত ব্যাটিং করেন সি দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যোগ্য সঙ্গ দেন অরুণ জুয়াল, রজত পাতিদাররা। তবে ৬ উইকেট হারানোর পর চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে অভিষেক পোড়েলের অপরাজিত ৩৫ রান জিতিয়ে দেয় সি দলকে।

[আরও পড়ুন: গণপতি বাপ্পার থেকে ট্রফি নিচ্ছেন রোহিত! গণেশ চতুর্থীতে বিশ্বকাপ জয়ের রেশ, ভিডিও ভাইরাল]

অন্য ম্যাচে মুশির খানের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩২১ রান তুলেছিল ইন্ডিয়া বি। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গাতেই ছিল এ দল। কিন্তু রিয়ান পরাগ-কেএল রাহুলরা কেউই বড় রান পেলেন না। বরং দুরন্ত বোলিং করে মুকেশ কুমার (৬২/৩), নবদীপ সাইনিরা (৬০/৩) মাত্র ২৩১ রানে বেঁধে ফেললেন এ দলকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বি দলের হয়ে শূন্য রানে আউট হলেন মুশির খান। আগের ইনিংসে শচীনের রেকর্ড ভেঙেছিলেন এই তরুণ তুর্কি। ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণও। তবে রানে ফিরলেন ঋষভ পন্থ (৬১)। বাংলাদেশ সিরিজের আগে যা ভরসা জোগাবে ভারতীয় দলকে। তৃতীয় দিনের শেষে বি দলের রান ৬ উইকেট হারিয়ে ১৫০। ইতিমধ্যেই ২৪০ রানে লিড রয়েছে তাঁদের।

[আরও পড়ুন: শচীনপুত্র অর্জুনের ভবিষ্যৎ কি হিরের মতো উজ্জ্বল? কয়লার উদাহরণ টেনে উত্তর যুবরাজের বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় দিনের মধ্যেই শেষ হয়ে গেল দলীপ ট্রফির ইন্ডিয়া ডি ও সি দলের ম্যাচ।
  • যেখানে জয় পেল রুতুরাজ গায়কোয়াড়ের সি দল। শেষ দিনে ম্যাচের অন্যতম নায়ক হয়ে উঠলেন বাংলার অভিষেক পোড়েল।
  • অন্য আরেকটি ম্যাচে এ দলের বিরুদ্ধে ইন্ডিয়া বি এগিয়ে রয়েছে ২৪০ রানে।
Advertisement