shono
Advertisement
IPL 2025

নিরাপত্তা নিয়ে শঙ্কিত অজি ক্রিকেটাররা, দেশে ফেরা নিয়েও বাড়ছে সংশয়

ভারত-পাক সংঘাতের জেরে ইতিমধ্যেই বন্ধ ২৮টি বিমানবন্দর।
Published By: Prasenjit DuttaPosted: 12:11 PM May 09, 2025Updated: 12:44 PM May 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। গভীর রাতে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে মাঝপথেই পরিত্যক্ত হয়েছে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এমন আবহে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, 'অস্ট্রেলিয়ান তারকারা নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত। তাঁরা দ্রুত দেশে ফিরতে চান। বিশেষ করে যাঁরা সংবেদনশীল সীমান্ত এলাকার কাছাকাছি আছেন। এ কথা জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারের এজেন্ট।'

চলতি আইপিএলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেডের মতো অজি তারকারা খেলছেন। কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং, ব্র্যাড হ্যাডিনের মতো প্রাক্তনরাও। গতকাল ম্যাচ বাতিলের পর পাঞ্জাবের হেডকোচ পন্টিং বলেন, "আমরা নিশ্চিত নই পরের ম্যাচ কোথায় হবে। এই পরিস্থিতিতে কেউ জানাচ্ছে আহমেদাবাদ, কেউ বলছে জয়পুরে শিফট হতে পারে। কী হবে নিশ্চিত নই। তবে এখনও আমরা রাতের ম্যাচ নিয়ে উদ্বিগ্ন।"

ভারত-পাক সংঘাতের জেরে ইতিমধ্যেই বন্ধ ২৮টি বিমানবন্দর। ফলে আইপিএল বাতিল হলেও ক্রিকেটারদের বাড়ি ফেরানো বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলির সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, তা নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। তবে এরই মধ্যে খবর পাওয়া গিয়েছে, স্থগিত হয়েছে আইপিএল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঝপথেই বাতিল হয়েছে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।
  • এমন আবহে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আইপিএল খেলতে আসা অজি ক্রিকেটাররা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
  • দ্য সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে লেখা হয়েছে এ কথা।
Advertisement