shono
Advertisement
India T20 Squad

শর্তসাপেক্ষে সহ-অধিনায়ক গিল, হার্দিকের প্রত্যাবর্তনে টি-২০ দল থেকে বাদ KKR তারকা

৯ তারিখ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ।
Published By: Prasenjit DuttaPosted: 05:49 PM Dec 03, 2025Updated: 07:38 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারিখ থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এর জন্য সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা হল বুধবার। দলে রয়েছেন শুভমান গিলও। তিনিই সহ-অধিনায়ক, তবে শর্তসাপেক্ষে। টি-টোয়েন্টি সিরিজে খেলবেন কি না, তা নির্ভর করছে মেডিক্যাল টিমের ছাড়পত্রের উপর। তবে চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন ঘটেছে হার্দিক পাণ্ডিয়ার। বাদ পড়েছেন রিঙ্কু সিং। 

Advertisement

ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছেন। জানা গিয়েছে, সেখানে ইতিমধ্যে ব্যাটিং শুরু করে দিয়েছেন গিল। ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হবে। মেডিক্যাল দলের পরামর্শ অনুযায়ী, গিলের ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের সূচি তৈরি হবে। তবে বোর্ড কোনও তাড়াহুড়ো করতে চায় না।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে গিল খেলবেন কি না, তা জানতে আগামী ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ম্যাচ সিমুলেশনের মধ্যে দিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে বড়সড় কিছু বদল না হলে সেটা পাওয়া নিয়ে সংশয়ের কিছু নেই। গিলের ব্যাপারে নির্বাচক প্রধান অজিত আগরকর নিয়মিত খোঁজখবর রাখছেন। তবে ম্যানেজমেন্ট যদি ঝুঁকির কিছু দেখে, তাহলে প্রথম ম্যাচে গিলকে নাও খেলানো হতে পারে।

প্রশ্ন হল, গিল যদি না খেলেন তাহলে ওপেনে অভিষেক শর্মার সঙ্গী কে হবেন? এর সহজ উত্তর হল, সঞ্জু স্যামসন। তবে এশিয়া কাপে যে দল খেলেছিল, সেই দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং। এই টুর্নামেন্টে কেবল একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। আগরকর জানিয়েছিলেন অতিরিক্ত ব্যাটার হিসাবে সুযোগ পেয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে বাদ দিয়ে জাতীয় দলের নির্বাচকরা বুঝিয়ে দিলেন আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। 

এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। এরপর চোট সারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন তিনি। দাপুটে ফর্মেও রয়েছেন। কামব্যাকেই বরোদাকে জিতিয়েছেন। ৪২ বলে ৭৭ রান করে বরোদাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। মারেন ৪টি ছক্কা ও ৭টি চার। তাঁর সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয় ছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, হার্দিক ফিরেছেন বলেই হয়তো বাদ পড়েছেন কেকেআর তারকা রিঙ্কু। কারণ, বরাবর দলে বেশি অলরাউন্ডার রেখে খেলার তত্ত্বে বিশ্বাসী টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। 

ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement