shono
Advertisement
Abhishek Sharma

এক লাফে ৩৮ ধাপ পার, মুম্বইয়ে বিধ্বংসী ইনিংসে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অভিষেক

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী।
Published By: Arpan DasPosted: 03:11 PM Feb 05, 2025Updated: 03:49 PM Feb 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে বিধ্বংসী অভিষেক শর্মার ইনিংসের রেশ এখনও কাটেনি সমর্থকদের। তার মধ্যেই ফের লাফ। না, এবার আর ক্রিকেট মাঠে সেঞ্চুরির পর নয়। বরং সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ টপকে একেবারে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় ব্যাটার।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে অভিষেক ঝড়ের সাক্ষী ছিল ক্রিকেট দুনিয়া। মাত্র ৫৪ বলে করেন ১৩৫ রান। মারেন ৭টি চার ও ১৩টি ছয়। আর তারপরই আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের প্রথম সারিতে এসে পড়লেন ২৪ বছর বয়সি ব্যাটার। ৪০তম স্থান থেকে সরাসরি চলে এলেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তবে অভিষেক তাঁর থেকে মাত্র ২৬ পয়েন্ট পিছিয়ে।

তবে শুধু অভিষেক নন, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে আছেন আরও দুজন। তিলক বর্মা রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বোলিংয়ের র‍্যাঙ্কিংয়েও ভারতের দাপট অব্যাহত। পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১৪ উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা হয়েছেন। আবার রবি বিষ্ণোই উঠে এলেন ষষ্ঠ স্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে বিধ্বংসী অভিষেক শর্মার ইনিংসের রেশ এখনও কাটেনি সমর্থকদের।
  • তার মধ্যেই ফের লাফ। না, এবার আর ক্রিকেট মাঠে সেঞ্চুরির পর নয়।
  • বরং সদ্য প্রকাশিত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ টপকে একেবারে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় ব্যাটার।
Advertisement