shono
Advertisement
IPL 2025

শেষ মুহূর্তে ঢুকে পড়লেন আইপিএলে! কোন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে?

গত মরশুমে গুজরাটের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন কিউয়ি তারকা।
Published By: Arpan DasPosted: 07:40 PM Mar 21, 2025Updated: 07:53 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে দল পাননি তিনি। নিলাম টেবিলে অবিক্রিত থেকেছেন কেন উইলিয়ামসন। কিন্তু তা বলে আইপিএলের জগৎ থেকে দূরে থাকছেন না তিনি। ব্যাট হাতে নয়, এবার কিউয়ি তারকাকে দেখা যাবে হাতে মাইক নিয়ে। সম্প্রচারকারী চ্যানেল থেকে ধারাভাষ্যকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে রয়েছে কিউয়ি তারকার নাম।

Advertisement

রাত পোহালেই শুরু কোটি টাকার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ১৮ বছরে পা দিচ্ছে আইপিএল। মাঠে যেমন তারকার মেলা, তেমনই কমেন্ট্রি বক্সের জৌলুসও কম নয়। বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, অনিল কুম্বলে, এবি ডি ভিলিয়ার্স, সুনীল গাভাসকর- কে নেই সেই তালিকায়! আর সেখানে এবার নতুন মুখ কেন উইলিয়ামসন।

২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হয়েছিলেন। পরের মরশুমটা অবশ্য একেবারেই ভালো কাটেনি। আবার ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। গত বছর খেলেছেন মাত্র ২টি ম্যাচ। সব মিলিয়ে নিলামে দল পাননি তিনি। যদিও দুবার আইপিএল জিতেছেন উইলিয়ামসন। ২০১৬ সালে আইপিএল জয়ী হায়দরাবাদ ও ২০২২-র গুজরাট টাইটান্সের দলে ছিলেন কিউয়ি তারকা।

এবার মাইক হাতে শুরু উইলিয়ামসনের নতুন ইনিংস। ওই সময় নিউজিল্যান্ডের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে ধারাভাষ্যের সঙ্গে তাঁর যুক্ত হতে কোনও বাধা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে দল পাননি তিনি। নিলাম টেবিলে অবিক্রিত থেকেছেন কেন উইলিয়ামসন।
  • কিন্তু তা বলে আইপিএলের জগৎ থেকে দূরে থাকছেন না তিনি। ব্যাট হাতে নয়, এবার কিউয়ি তারকাকে দেখা যাবে হাতে মাইক নিয়ে।
  • সম্প্রচারকারী চ্যানেল থেকে ধারাভাষ্যকারদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে রয়েছে কিউয়ি তারকার নাম।
Advertisement