সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা মরশুম অনবদ্য কেটেছে। কিন্তু সম্ভবত এটাই ক্রিকেট। মুম্বইয়ের কাছে হেরে আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গেল গুজরাট টাইটান্স। ম্যাচের পরই দেখা যায়, স্টেডিয়ামে হাপুস নয়নে কাঁদছে এক খুদে ভক্ত। গ্যালারির ওই অংশে তখন সবারই মুখ ভার। তার মধ্যে ছিলেন ক্রিকেটারদের আত্মীয়রাও।
চলতি আইপিএলের শুরু থেকে দাপট বজায় রেখেছিল গুজরাট (Gujarat Titans)। দীর্ঘদিন লিগ শীর্ষেও ছিল। কিন্তু শেষবেলায় এসে ছন্দপতন হয়েছে। লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচে লখনউ ও চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে। খেলতে হয়েছে এলিমিনেটর। সেখানে গিল-সুদর্শনদের হৃদয়ভঙ্গ হয়েছে মুম্বই (Mumbai Indians) ব্রিগেডের সামনে।
২০ রানে ম্যাচ হারার পর দেখা যায়, গ্যালারিতে এক কিশোর অঝোরে কাঁদছে। সে গুজরাটের কোচ আশিস নেহরার ছেলে। অনেকেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কান্না থামানো যায়নি। শুধু আশিসপুত্র আরুশ নয়। কাঁদতে দেখা যায় শুভমান গিলের বোন শাহনিলকেও। গ্যালারিতে গুজরাট টাইটান্সের ভক্তদের সকলেই হতাশায় ভেঙে পড়েন।
ম্যাচের পর শুভমান গিল স্বীকার করে নেন, "শেষ তিন-চার ওভার আমাদের পক্ষে যায়নি। পাওয়ার প্লেতে তিনটি ক্যাচ ফেললে কাজ কঠিন হয়ে যায়। তবে অনেক কিছু ইতিবাচক আছে। শেষ দু-তিনটে ম্যাচ ভালো না খেললেও সকলকে কৃতিত্ব দেওয়া উচিত। বিশেষ করে সাই সুদর্শনকে। ও অসাধারণ খেলেছে।"
