বিশেষ সংবাদদাতা: আইপিএল ফাইনাল (IPL Final) হচ্ছে না ইডেনে। আবহাওয়ার কারণ দেখিয়ে 'বঞ্চিত' করা হল কলকাতাকে। বোর্ডের থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছ আহমেদাবাদে ফাইনাল হবে। সেই সঙ্গে কোয়ালিফায়ারের দুটি স্থানও চূড়ান্ত।
২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে এলিমিনেটর হবে পাঞ্জাবের মুল্লানপুরে। ১ জুনের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ প্লে অফেরও কোনও ম্যাচ পেল না ইডেন। এর সঙ্গে ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটিরও ভেন্যু বদলাচ্ছে। ম্যাচটি হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু পরিবর্তিত সূচিতে তা হবে লখনউয়ে।
ভারত-পাক সংঘর্ষের আবহে আইপিএল (IPL 2025) বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপর বোর্ড যে নতুন সূচি দেয়, সেখানে ইডেনের নাম ছিল না। আইপিএলে ৩ জুনের ফাইনাল ও প্লে অফের একটি ম্যাচ হওয়ার কথা ছিল ইডেনে। আইপিএলের অলিখিত প্রথা হল, টুর্নামেন্ট ফাইনালে যে দু’টো টিম খেলে, পরের বছর সেই দুই ফ্র্যাঞ্চাইজির শহরে টুর্নামেন্টের ‘প্রাইজড’ ম্যাচগুলো ভাগাভাগি হয়ে যায়। চ্যাম্পিয়ন টিমের শহর পায় পরের বছরের উদ্বোধনী ম্যাচ। সঙ্গে একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল। কেকেআর গতবারের আইপিএল চ্যাম্পিয়ন টিম।
কিন্তু নতুন সূচিতে ইডেনকে 'বঞ্চিত' করার নেপথ্যে একটা যুক্তি হচ্ছে, ওই সময় কলকাতায় বৃষ্টি হতে পারে। কিন্তু এটাও ঠিক ভারতবর্ষের যে কোনও মাঠের তুলনায় ইডেনের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। অঝোর বৃষ্টি হলেও খেলা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুরু করে দেওয়া সম্ভব। সিএবি’র তরফ থেকে এর আগেই বোর্ডকে চিঠি লিখে জানানো হয়েছে, আগামী ৩ জুন ইডেন আইপিএল ফাইনাল আয়োজন করতে সব রকম ভাবে তৈরি। এমনকী সাধারণ সমর্থকরা বোর্ডের 'বঞ্চনা'র বিরুদ্ধে ইডেনের সামনে বিক্ষোভ দেখিয়েছে।