সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। এবার কি প্রত্যাশা পূরণ হতে চলেছে আরসিবির? ইতিমধ্যে ফাইনালে উঠে গিয়েছে বেঙ্গালুরু। আইপিএল জিততে আর একটাই ম্যাচ বাকি। আর চ্যাম্পিয়ন হলে ছুটি চাই! এরকম দাবি নিয়ে কর্নাটককে সরকারকে চিঠিই দিয়ে বসলেন এক আরসিবি ভক্ত।
প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে উড়িয়ে ফাইনালে উঠে গিয়েছে বেঙ্গালুরু। ফাইনালে তারা কাদের মুখোমুখি হবে, তা এখনও ঠিক হয়নি। তবে উৎসবের সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমর্থকদের। চলছে প্রার্থনা। করা হচ্ছে নতুন নতুন প্রতিজ্ঞা। মুলানপুরে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেই এক মহিলা সমর্থক পোস্টার নিয়ে উপস্থিত হয়েছিলেন। যাতে লেখা ছিল- এবার আরসিবি চ্যাম্পিয়ন না হলে ডিভোর্স দেবেন।
কম যান না শিবানন্দ মাল্লাননাভারও। কর্নাটকের বেলাগাভি জেলার এই আরসিবি ভক্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে বসে আছেন। যার বক্তব্য, চ্যাম্পিয়ন হলে 'আরসিবি ভক্তদের উৎসবে'র দিন ঘোষণা করা হোক। যা অনেকটা কর্নাটক রাজ্যোৎসবের সমান। চিঠিতে তিনি কর্নাটক সরকারকে লিখেছেন, একদিনের ছুটি ঘোষণা করা হোক। যেটা প্রত্যেক বছর পালন করা হবে।
এখানেই শেষ নয়। তাঁর আরও আবেদন, আরসিবি আইপিএল জিতলে কর্নাটকের প্রতিটি জেলায় ধুমধাম করে অনুষ্ঠানের বন্দোবস্ত করা হোক। এছাড়া দলের প্রত্যেক সদস্যকে সংবর্ধিত করতে হবে। শিবানন্দের পাঠানো চিঠি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। সব 'ব্যবস্থা' তো হয়েই গিয়েছে, এবার আরসিবি ফাইনাল জিতে মুখরক্ষা করতে পারে কি না, সেটাই দেখার।
