shono
Advertisement
IPL 2025

প্রবল গরমে ভরছে না গ্যালারি, সমর্থকদের স্বস্তি দিতে অভিনব বন্দোবস্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

বিকেল ৪টের সময় সবথেকে বেশি থাকতে পারে তাপমাত্রা।
Published By: Prasenjit DuttaPosted: 12:54 PM Apr 19, 2025Updated: 01:53 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার তপ্ত দুপুরে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, খেলার সময় আহমেদাবাদে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। তাই গ্যালারিতে হাজির দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, দর্শকদের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশেষ পাখা এবং সানস্ক্রিনের ব্যবস্থা থাকতে চলেছে।

Advertisement

গুজরাট টাইটান্স জানিয়েছে, "যে সমস্ত স্ট্যান্ডে কড়া রোদ ঢোকে, সমর্থকদের কথা ভেবে সেখানে বিশেষ স্ট্যান্ড ফ্যান থাকবে। তাছাড়াও থাকবে সানস্ক্রিন। বিনামূল্যে দেওয়া হবে ওআরএস এবং পানীয় জল। থাকবে ওষুধের ব্যবস্থাও।" ইদানীং দেখা গিয়েছে, প্রবল গরমে গ্যালারির একাংশ ফাঁকা। এ ব্যাপারটাও চিন্তায় রাখছিল গুজরাটকে। যদিও এরপরও স্টেডিয়াম ভরে উঠবে বলেই আশা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। 

উল্লেখ্য, বিকেল ৪টের সময় সবথেকে বেশি থাকতে পারে তাপমাত্রা। ওই সময় খেলা চলবে। এমনকী আপেক্ষিক আর্দ্রতাও তখন প্রায় ১৪ শতাংশ থাকতে পারে। এই অবস্থায় খেলাও যেমন কঠিন, তেমনই কঠিন খেলা দেখাও। সেই কারণে গুজরাট টাইটান্সের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই ভূমিকা প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যেই।

আপাতত ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে দিল্লি ক্যাপিটালস শীর্ষে রয়েছে। অন্যদিকে, ৮ পয়েন্ট নিয়ে গুজরাট দ্বিতীয় স্থানে। শুভমান গিলদের সঙ্গে ৮ পয়েন্টে রয়েছে আরও দুই দল - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। গুজরাট শিবিরে কিন্তু চোট-আঘাতের চোখ রাঙানিও রয়েছে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা আগেই ফিরে গিয়েছেন দেশে। তারপর কিউয়ি তারকা গ্লেন ফিলিপ্সও কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার তপ্ত দুপুরে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
  • সেখানে তাপপ্রবাহের সতর্কতা।
  • খেলার সময় আহমেদাবাদে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে।
Advertisement