সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ম্যাচের পর রিঙ্কু সিংকে চড় মারেন কুলদীপ যাদব। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কেন হঠাৎ নাইট তারকাকে চড় মারলেন কুলদীপ, সেই নিয়েও চর্চা চলছে। এর মধ্যেই বিতর্ক নিয়ে মুখ খুলল কেকেআর।
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লিকে হারানোর পর হালকা মেজাজেই ছিলেন দু’দলের ক্রিকেটাররা। মাঠের ধারে গল্প করছিলেন ক্রিকেটাররা। হঠাৎই রিঙ্কুর গালে সপাটে চড় মেরে বসেন কুলদীপ। রিঙ্কু যেন তখনও কিছু বুঝে উঠতে পারেননি। ফের আরেকবার চড় মারেন দিল্লির স্পিনার। পরপর দু’বার চড় খেয়ে রীতিমতো হতবাক হয়ে যান নাইট তারকা। যেন কী উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না।
অবশেষে সেই বিষয় নিয়ে মুখ খুলল কেকেআর। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তারা। যেখানে সংবাদমাধ্যমকে একপ্রকার ব্যঙ্গও করা হয়। এই ঘটনা নিয়ে যে সংবাদমাধ্যম অকারণে 'উত্তেজনা' ছড়াচ্ছে, সেটাই বক্তব্য তাদের। যেন গোটা বিষয়টা উত্তরপ্রদেশের দুই বন্ধুর 'খুনসুটি'। পরে দুজনের একসঙ্গের একাধিক ছবি পোস্ট করা হয়। 'ভালোবাসার' বার্তা দিয়েছে দিল্লি ক্যাপিটালসও।
তবে কেকেআরের 'সাফাই'য়ে খুব একটা খুশি নন নেটিজেনরা। বন্ধুত্ব যতই 'গভীর' হোক না, মাঠের মধ্যে এই ধরনের কাজ যে অনুচিত সেটাই বক্তব্য তাদের। অনেকে আবার বলছেন, গোটা ঘটনাটা যে যথেষ্ট বিতর্কিত, সেটা অত্যন্ত স্পষ্ট। তাই চড়কাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দুজনের বন্ধুত্বের কাহিনি সামনে এনে। অনেকে তো কুলদীপের শাস্তির দাবিও তুলছেন।
