shono
Advertisement
IPL 2025

'ঠিকমতো ব্যবহার করতে পারছে না', রাসেল নিয়ে কেকেআরকে বড় বার্তা

চলতি আইপিএলে এ পর্যন্ত আটটা ম্যাচ খেলে মাত্র তিনটেয় জিতেছে কেকেআর।
Published By: Subhajit MandalPosted: 12:24 PM Apr 24, 2025Updated: 12:24 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিমের তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ঠিক করে ব্যবহার করতে পারছে না কেকেআর, এমনই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচের মতে, রাসেলকে আরও আগে ব্যাট করতে পাঠানো উচিত।

Advertisement

বুধবার কুম্বলে বলে দেন, "আমার মনে হয়, কেকেআর ঠিক করে রাসেলকে ব্যবহার করতে পারছে না। ও এত পরে কেন যাবে ব্যাট করতে? রাসেলকে ব্যাটিং অর্ডারে আরও আগে পাঠানো উচিত। কেকেআরের বোলিং নিয়ে কোনও সমস্যা নেই। ওদের বোলিং যথেষ্ট শক্তিশালী। কিন্তু ব্যাটিংটা ঠিক করে করতে পারছে না।"

অষ্টাদশ আইপিএলে এ পর্যন্ত আটটা ম্যাচ খেলে মাত্র তিনটেয় জিতেছে কেকেআর। হেরেছে পাঁচটায়। লিগ টেবলে এ মুহূর্তে তারা সাত নম্বরে। দ্রুত জয়ের রাস্তায় না ফেরা গেলে প্লেঅফ ওঠা অসম্ভব হয়ে যাবে অজিঙ্ক রাহানেদের পক্ষে। আর সেই জয়ে ফেরার কাজটা শুরু করতে হবে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যারা কি না আগামী শনিবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ। যে যুদ্ধে নাইটদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তাদের পুরনো অধিনায়ক স্বয়ং-শ্রেয়স আইয়ার! যিনি এ দিন দলবল নিয়ে ঢুকে পড়লেন শহরে।
কুম্বলে বলে দিচ্ছেন, গত বার ফিল সল্ট-সুনীল নারিনের ওপেনিং জুটি বারবার জিতিয়ে দিয়েছে কেকেআরকে। কিন্তু এবার সেই ওপেনিং জুটিই সবচেয়ে বেশি ভোগাচ্ছে নাইটদের। প্রথম সাতটা ম্যাচে কুইন্টন ডি'কক-সুনীল নারিনের ওপেনিং জুটি দিয়ে কাজ হয়নি। যে কারণে অষ্টম ম্যাচে এসে বদলে ফেলতে হয়েছে জুটি। নারিনের সঙ্গে পাঠানো হয় রহমনুল্লাহ গুরবাজকে। কিন্তু তাতেও লাভ হয়নি।

"গত বার ওপেনিং জুটি কাজ অনেক সহজ করে দিয়েছিল কেকেআরের। কিন্তু এবার সেটা হচ্ছে না। ওপেনিং কলকাতা পৌঁছে গেলেন শ্রেয়স আইয়ার। জুটি পারফর্ম করতে পারছে না। যে কারণে, চাপে পড়ে যাচ্ছে মিডল অর্ডার। তা ছাড়া ওরা নিজেদের প্লেয়ারদেরও সঠিক ভাবে ব্যবহার করতে পারছে না," বলে দিয়েছেন কুম্বলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিমের তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ঠিক করে ব্যবহার করতে পারছে না কেকেআর, এমনই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে।
  • প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচের মতে, রাসেলকে আরও আগে ব্যাট করতে পাঠানো উচিত।
  • চলতি আইপিএলে এ পর্যন্ত আটটা ম্যাচ খেলে মাত্র তিনটেয় জিতেছে কেকেআর।
Advertisement