shono
Advertisement
KKR

সাত ম্যাচ পর বসানো হল ডি'কককে, 'সাতের গেরো' কাটাতে নাইটদের প্রথম একাদশে দুই বদল

গুজরাটের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত কেকেআরের।
Published By: Arpan DasPosted: 07:10 PM Apr 21, 2025Updated: 07:33 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মহারণে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে রাহানেদের। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক। সেই সঙ্গে জানালেন, দুটি বদল থাকছে কেকেআরের প্রথম একাদশে। দলে ঢুকলেন গুরবাজ। তিনি এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে চলেছেন। অন্যদিকে প্রথম একাদশে জায়গা পেলেন মইন আলিও। বাদ পড়লেন কুইন্টন ডি'কক ও আনরিখ নখিয়া। 

Advertisement

সাত ম্যাচে মাত্র ১৪৩ রান ডি'ককের। সর্বোচ্চ বলতে রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রান। প্রাক্তন প্রোটিয়া তারকার এই ইনিংস দেখে মনে করা হয়েছিল, হয়তো ফর্মে ফিরেছেন। কিন্তু বাস্তব ছবিটা অন্যরকম। ফলে ডি'কককে যে বসানো হতে পারে, এরকম জল্পনা ছিলই। সেখানে সুযোগ পেলেন আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ। গতবারও তিনি নাইট শিবিরে ছিলেন, যদিও সেভাবে সুযোগ পাননি।

এবার সুযোগ পেলেন। আর সেটা এমন একটা সময়ে যখন নাইটরা আটকে আছে সাতের গেরোয়। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রাহানের দল। গুজরাটকে হারালে মুম্বইয়ের সঙ্গে সমান পয়েন্ট হলেও নেট রান রেটে টপকে যাবে। উঠে আসবে ষষ্ঠ স্থানে। অন্যদিকে নখিয়ার জায়গায় দলে এলেন মইন আলি। তাঁর দলে ঢোকাটাও প্রত্যাশিত ছিল। সাই সুদর্শন, সুন্দর, রাদারফোর্ড, রাহল তেওয়াটিয়ারা বাঁহাতি। সেখানে মইন আলির অফ স্পিন কার্যকরী ভূমিকা নিতে পারে।

টসে জিতে বল নেওয়ার সিদ্ধান্তও খুব স্বাভাবিক। রাহানে বলেন, "এই মাঠে রান তাড়া করা যায়। আমরা আগের ম্যাচে হারের পর নিজেদের মধ্যে কথা বলি। প্লেয়াররা খুব পরিশ্রম করছে। আমি আশাবাদী। এই ম্যাচে জিতে লিগ টেবিলে ওপরে ওঠার সুযোগ রয়েছে।" তবে টস নিয়ে খুব একটা মাথাব্যথা নেই শুভমান গিলের। তাঁর সাফ বক্তব্য, ইডেনে কোনও শিশির থাকবে না। তাছাড়া নিজেদের বোলিং নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী গুজরাটের অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মহারণে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততে হবে রাহানেদের।
  • টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক।
  • সেই সঙ্গে জানালেন, দুটি বদল থাকছে কেকেআরের প্রথম একাদশে।
Advertisement