shono
Advertisement
IPL 2025

গিলদের বিরুদ্ধে ভুলের পর ভুল! মুম্বইয়ের হারে নিজেকেই 'অপরাধী' বলছেন ব্যাটে-বলে ব্যর্থ হার্দিক

শেষ বলে রান আউটের সুযোগও হাতছাড়া করেন হার্দিক।
Published By: Arpan DasPosted: 01:03 PM May 07, 2025Updated: 01:03 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিততে জিততে হার মুম্বই ইন্ডিয়ান্সের। টানা সাত ম্যাচ জেতা হল না হার্দিক পাণ্ডিয়াদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হাসল শুভমান গিলের গুজরাট টাইটান্স। আর ম্যাচের পর নিজেকেই 'অপরাধী' বললেন মুম্বই অধিনায়ক হার্দিক।

Advertisement

অবশ্য তাঁর একাধিক কারণ আছে। ম্যাচের শেষ ওভার রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছে যায়। ডিআরএসের কারণে শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। ফের বৃষ্টি নামে। নো বল, ছক্কা হজম করে এমনতিতেই বিপদ বাড়িয়েছিলেন দীপক চাহার। শেষ বলে ম্যাচ জিততে গুজরাটের দরকার ছিল এক রান। আর্শাদ খানের শট সোজা চলে যায় মিড অফে হার্দিকের হাতে। কিন্তু সেখান থেকে রান আউট করতে পারলেন না মুম্বই অধিনায়ক। ৩ উইকেটে ম্যাচ জেতে গুজরাট।

হার্দিক ব্যর্থ হন বল হাতেও। অষ্টম ওভারে তিনটি ওয়াইড, দুটি নো বল করেন। সব মিলিয়ে দেন ১৮ দেন। তার আগে পর্যন্ত সাত ওভারে গুজরাটের রান ছিল ৪০। হার্দিকের ওই ওভার থেকেই গুজরাট খেলা ঘোরাতে শুরু করে বলে অনেকে মনে করছে। যদিও তারপর আর হার্দিক বল হাতে নেননি। তার আগে ব্যাট হাতে মাত্র ১ রান করেন। আবার শেষ ওভারে চাহারও নো বল করেন। গুরুত্বপূর্ণ কাচ মিস করেন তিলক বর্মা।

সব মিলিয়ে ম্যাচের পর হার্দিক বলেন, "ক্যাচ মিসের খেসারত দিতে হল। তাছাড়া আমি নো বল করেছি। শেষ ওভারে নো বল হয়েছে। আমার চোখে এগুলো অপরাধ। সেটাই সমস্যায় ফেলল। কিন্তু আমি খুশি যে ছেলেরা চেষ্টা করেছে। নিজেদের ১২০ শতাংশ দিয়েছে। হার মানেনি।" সেই সঙ্গে হার্দিক স্বীকার করে নিচ্ছেন, ব্যাট হাতেও পারফরম্যান্স ভালো হয়নি। আরও ২৫-৩০ রান অন্তত বেশি করা উচিত ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জিততে জিততে হার মুম্বই ইন্ডিয়ান্সের। টানা সাত ম্যাচ জেতা হল না হার্দিক পাণ্ডিয়াদের।
  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হাসল শুভমান গিলের গুজরাট টাইটান্স।
  • আর ম্যাচের পর নিজেকেই 'অপরাধী' বললেন মুম্বই অধিনায়ক হার্দিক।
Advertisement