shono
Advertisement
KKR

কেকেআরে কোন ভূমিকায় অভিষেক নায়ার? বাড়ছে ধোঁয়াশা, চাপ কোচ পণ্ডিতের উপর!

কেকেআর শিবিরের অনেকের কাছেই নায়ারের আসার খবর ছিল না।
Published By: Subhajit MandalPosted: 12:16 PM Apr 20, 2025Updated: 12:16 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস জার্সিতে ছ'ফুটের ভদ্রলোককে দেখে তখন অনেকেই অবাক। সদ্য ভারতীয় দলের কোচিং স্টাফ থেকে বাদ পড়া অভিষেক নায়ার যে কেকেআরে ফিরতে চলেছেন সে জল্পনা ছিল। কিন্তু এত তাড়াতাড়ি শাহরুখ খানের টিম তাঁকে উড়িয়ে নিয়ে আসবে, সেটা হয়তো অনেকেই ভাবতে পারেননি। শোনা গেল, কেকেআর শিবিরের অনেকের কাছেই নায়ারের আসার খবর ছিল না। টিম প্র্যাকটিস বেরোনোর আধ ঘণ্টা আগে নায়ার হোটলে ঢোকেন। এয়ারপোর্ট থেকে সোজা টিম হোটেলে। তারপর টিমের সঙ্গে প্র্যাকটিসে আসেন।

Advertisement

তবে কেকেআরে সাপোর্ট স্টাফ হিসাবে নায়ারকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে, সেটা এখনও স্পষ্ট নয়। দলের তরফে শুধু বলা হয়েছে, 'অভিষেক নায়ার টিমের সাপোর্ট স্টাফের সঙ্গে যোগ দিয়েছেন।' মজার কথা হল, অভিষেকের দলে যোগদানের খবর পোস্ট করার সময় প্রথমে তাঁর পরিচয় করিয়ে দেওয়া হয় সহকারী কোচ হিসাবে। কিন্তু পরে এডিট করে সেই 'সহকারী কোচ' শব্দটি উড়িয়ে দেওয়া হয়। বদলে লেখা হয়, তোমাকে নিজের ঘরে স্বাগত।

শোনা গেল, কেকেআরের উচ্চমহল থেকে এ পর্যন্ত নায়ারের 'পদ' নিয়ে কোনওরকম নির্দেশ আসেনি। গৌতম গম্ভীর জমানায় কেকেআরের ব্যাটিং কোচ ছিলেন নায়ার। এবার অবশ্য ব্যাটিং কোচ হিসেবে কাউকে রাখা হয়নি। তাহলে কি পুরেনো ভূমিকায় ফিরতে চলেছেন মুম্বইকর? এখনও পর্যন্ত পুরো ব্যাপারটা ধোঁয়াশার। কেউ কেউ এটাও বলাবলি করছিলেন, নায়ারকে যে রাখা হচ্ছে না, সেটা নিয়ে বোর্ডের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি আসেনি। তাহলে তিনি কীভাবে কেকেআরে যোগ দিলেন? সে প্রশ্নও উঠছে।

বিতর্ক যা-ই থাক, কেকেআর শিবিরের কারও কারও মনে হচ্ছে, নায়ার চলে আসা টিমের পক্ষে দারুণ। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অসম্ভব ভালো সম্পর্ক তাঁর। সবচেয়ে বড় কথা, মানসিকভাবে ক্রিকেটারদের তরতাজা রাখার কাজটা দারুণভাবে করেন তিনি। ব্র্যাভো মূলত বোলিং ডিপার্টমেন্ট দেখছেন। নায়ারকে এদিন নেটে দেখাও গেল ব্যাটারদের নিয়ে পড়ে থাকতে। নায়ারের অন্তর্ভুক্তির পর আরও একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি নাইট ম্যানেজমেন্ট কোচ চন্দ্রকান্তকে নিয়ে খুশি নয়? তাঁর উপর চাপ বাড়ানোর জন্যই কি নায়ারকে টিমের সঙ্গে জুড়ে দেওয়া হল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেকেআর শিবিরের অনেকের কাছেই নায়ারের আসার খবর ছিল না।
  • টিম প্র্যাকটিস বেরোনোর আধটা আগে নায়ার হোটলে ঢোকেন।
  • এয়ারপোর্ট থেকে সোজা টিম হোটেলে। তারপর টিমের সঙ্গে প্র্যাকটিসে আসেন।
Advertisement