shono
Advertisement
IPL 2025

হার্দিক-রোহিত 'ঝামেলা' নিয়ে মুম্বইকে কটাক্ষ আরসিবি'র! পালটা খোঁচা এল ট্রফিজয় নিয়েও

আইপিএল শুরুর আগেই ধুন্ধুমার কাণ্ড!
Published By: Arpan DasPosted: 06:48 PM Mar 21, 2025Updated: 06:48 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে ১৮ বছরে কোনও ট্রফি না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠের মধ্যে যেরকম লড়াই আছে, সেরকম বাকযুদ্ধ বাঁধে দুই দলের ভক্তদের মধ্যেও। এবার তাতে ঘি ঢালল খোদ আরসিবি। গতবার মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক ও রোহিতের মধ্যে যে 'ঝামেলা'র খবর শোনা গিয়েছিল, তা নিয়ে খোঁচা দিল বেঙ্গালুরু। পালটা ট্রফির হিসেব নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ল না মুম্বই ভক্তরাও।

Advertisement

ঘটনার সূত্রপাত আরসিবি-র একটি পোস্ট ঘিরে। একটি ভিডিওয় তাঁদের জনপ্রিয় চরিত্র মি. ন্যাগস বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পাতিদারকে মনে করান বেঙ্গালুরুর প্রাক্তন নেতারা সবাই তাঁকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বলেন, "বিরাট আর ফ্যাফ তোমাকে বার্তা পাঠিয়েছে। তোমার কি মনে হয়, অন্য কোনও দল এইভাবে অধিনায়ক ঘোষণা করে?"

জবাবে পাতিদার বলেন, "আমি জানি না কে কী করছে বা কী করছে না।" সেটা নিয়েই মজা করেন ন্যাগস। তিনি বলেন, "তুমি কত সরল রজত। সত্যিই জানো না? তাহলে মুচকি হাসছ কেন? মানে তুমি বলছ, 'ম্যায় নেহি জানতা।' আরও ব্যাখ্যা করে হিন্দি 'ম্যায়' উচ্চারণের সঙ্গে এমআই-এর মিল খুঁজে দেখান তিনি। এমআই বলতে যে মুম্বই ইন্ডিয়ান্সকে বোঝানো হয়েছে, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

তারপরই পালটা দিতে থাকে মুম্বই ভক্তরা। রোহিতের ট্রফির ছবি সামনে রেখে একজন লেখেন, 'কীভাবে ট্রফি জিততে হয়? আরসিবি'র উত্তর আমি জানি না'। অনেকে আবার কিছুটা 'ধমকে'র সুরে লিখছেন, 'এখনই পোস্ট ডিলিট করুন। নাহলে বেকার ঝামেলা হয়ে যাবে'। অবশ্য অনেকে প্রশংসাও করছেন আরসিবি'র পোস্টের। তাঁদের বক্তব্য, 'আইপিএল শুরু হওয়ার আগেই বেঙ্গালুরু মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে গেল।' তবে যাই হোক না কেন, আইপিএলের আগেই ধুন্ধুমার কাণ্ড নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিকে আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স।
  • অন্যদিকে ১৮ বছরে কোনও ট্রফি না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • মাঠের মধ্যে যেরকম লড়াই আছে, সেরকম বাকযুদ্ধ বাঁধে দুই দলের ভক্তদের মধ্যেও। এবার তাতে ঘি ঢালল খোদ আরসিবি।
Advertisement