shono
Advertisement
RCB

কোহলিদের কাছে ক্ষমা চাইতে হল আরসিবি'র ফিজিওকে! কোন অপরাধে?

ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে আরসিবি।
Published By: Prasenjit DuttaPosted: 06:26 PM May 19, 2025Updated: 06:26 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছে আরসিবি-কেকেআর ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় নাইটদের কাছে প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরুরও প্লে অফে যাওয়ার অপেক্ষা বেড়েছিল সেদিন। যদিও রোববার গুজরাট জেতায় আরসিবি'র প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। আর এই আবহে মজার একটা ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

কী সেই ঘটনা? আরসিবি'র অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা ওই ভিডিওয় দেখা যাচ্ছে, তাদের ফিজিও জেমস পাইপ বৃষ্টির মধ্যে ভুল করে কেকেআর বাসে উঠে পড়েন। তিনি বুঝতে পারেন, ভুল বাসে উঠে পড়েছেন। যদিও এর মাশুল দিতে রীতিমতো ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।

কাদের কাছে মাফ চাইতে হয়েছে তাঁকে? আসলে শনিবার প্রচণ্ড বৃষ্টিতে সবাই মাথা বাঁচাতে ছুটছিলেন। প্রত্যেকেরই চাইছিলেন দ্রুত বাসে উঠে পড়তে। আর তাড়াহুড়ো করতে গিয়েই তালগোল পাকিয়ে যায় জেমসের। যদিও কেকেআরের বাস থেকে নেমে তিনি যখন আরসিবি বাসে উঠে যান, তখন বাকি ক্রিকেটারদের কাছ থেকে বাধা পান। সকলে তাঁকে বলেন, হিন্দিতে ক্ষমা চাইতে হবে। অগত্যা ভাঙা ভাঙা হিন্দিতে দুঃখপ্রকাশও করেন। এরপর বাসে ওঠার অনুমতি পান ফিলিপ। 

চলতি আইপিএলে আরসিবি'র পরের ম্যাচ ২৩ মে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহূর্তে তারা ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর এরই মাঝে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আর যা নিয়ে মজেছেন নেটিজেনরা। এক নেট নাগরিক লেখেন, 'একমাত্র আইপিএলেই এমন মুহূর্তের জন্ম হয়।' আরেকজন লেখেন, 'ক্রিকেট আর কমেডি এভাবেই একসঙ্গে মিশে যায়।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোববার গুজরাট জেতায় আরসিবি'র প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে।
  • আর এই আবহে মজার একটা ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
  • কী সেই ঘটনা?
Advertisement