সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দলের অবস্থা ভয়াবহ। একের পর এক ম্যাচে ভুগিয়েছে নাইট রাইডার্সের মিডল অর্ডার। একেবারেই ছন্দে নেই রিঙ্কু সিং নিজেও। কিন্তু তিনিই কি না বলছেন, "যে কোনও দলই আইপিএলে তিনশো রান করে ফেলতে পারে।" পাঞ্জাব ম্যাচের আগে এই হুঙ্কার দিয়ে কি রিঙ্কু বোঝাতে চাইছেন 'কেকেআর হ্যায় তৈয়ার'?
নাইটদের ব্যাটিং অবশ্য এখনও তার প্রমাণ দিতে পারেনি। পাঞ্জাবের বিরুদ্ধে আগের ম্যাচে ১১২ রান তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে যায়। যদিও তিনি আত্মবিশ্বাসী। রিঙ্কুর বক্তব্য, "আইপিএল এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, ৩০০ রান করা সম্ভব। গত বছর পাঞ্জাব ২৬২ রান তাড়া করেছিল। এবারও সব দল শক্তিশালী। যে কোনও দল ৩০০ করতে পারে।"
রিঙ্কুর ফর্মও খুব একটা ভালো নয়। ৮ ম্যাচে করেছেন ১৩৩ রান। যদিও এবার কেকেআরও লখনউয়ের বিরুদ্ধে প্রায় ২৩৮ রান তাড়া করে ফেলেছিল। আর রিঙ্কুকে যে কাজটা দেওয়া হয়েছিল, সেটাও তিনি ঠিক করতে পারছেন না। নাইট ব্যাটার বলেন, "আমি সাধারণত ৫-৬'এ ব্যাট করি। উত্তরপ্রদেশের হয়েও সেটাই করেছি। তবে আইপিএলের ১৪টা ম্যাচ খেলার জন্য ফিটনেস ধরে রাখতে হয়। সেটা নিজের দায়িত্ব।"
রিঙ্কুর থেকেও খারাপ অবস্থা রাসেলের। ৮ ম্যাচে রান সংখ্যা মাত্র ৫৫। তবে দ্রে রাসের থেকে শিখে চলেছেন রিঙ্কু। তিনি বলেন, "আমি আইপিএলে আসার পর থেকেই শিখছি। রাসেলকে খুব কাছ থেকে দেখেছি। বিশেষ করে যখন শেষের দিকে ব্যাট করে। কীভাবে ও শক্তিকে কাজে লাগায়। আমি সেগুলো ওর থেকে দেখে শিখেছি।" এবার দেখার রাসেল-মন্ত্রে রিঙ্কু ফর্মে ফেরেন কি না?
