shono
Advertisement
Rishabh Pant

নিজের ফর্ম নিয়ে মুখে কুলুপ! প্লে অফের লড়াই থেকে ছিটকে বোলিংকে দুষছেন পন্থ

'এটাই ক্রিকেট', বক্তব্য হতাশ লখনউ অধিনায়কের।
Published By: Arpan DasPosted: 01:07 PM May 20, 2025Updated: 05:31 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএল শেষ লখনউ সুপার জায়ান্টসের। প্লে অফে উঠতে হলে টানা তিনটি ম্যাচ জিততেই হত। সেখানে হায়দরাবাদের কাছে হারতেই সব রাস্তা বন্ধ হয়ে গেল। জঘন্য ফর্ম অব্যাহত অধিনায়ক ঋষভ পন্থের। ম্যাচ হেরে তিনি দায় চাপিয়ে দিলেন বোলারদের উপর।

Advertisement

প্রথমে ব্যাট করে লখনউ করে ২০৫ রান। ঋষভ পন্থ (Rishabh Pant) ফেরেন মাত্র ৭ রানে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। ২০ বলে ৫৯ রান করে লখনউ বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেন অভিষেক শর্মা। আসলে গোটা টুর্নামেন্ট জুড়েই লখনউকে ভুগিয়েছে তাদের বোলিং বিভাগ। তার উপর রয়েছে চোট আঘাতের সমস্যা।

ঋষভের কথাতেও সেটাই উঠে এল। ম্যাচের পর তিনি বলেন, "এটা আমাদের সেরা মরশুম হতে পারত। কিন্তু দলে প্রচুর শূন্যস্থান আছে। চোট-আঘাতের সমস্যাও আছে। তবে আমরা এই নিয়ে খুব বেশি কথা বলিনি। কিন্তু সেই শূন্যস্থানগুলো পূরণ করা কঠিন হয়েছে। নিলামের পর আমাদের যেরকম পরিকল্পনা ছিল, সেরকম বোলিং আমাদের হয়নি। কিন্তু এটাই ক্রিকেট। কিছু জিনিস আমাদের পক্ষে যাবে, কিছু যাবে না।"

তাঁর আরও বক্তব্য, "আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো। এই মরশুমে এটাই আমাদের সবচেয়ে ইতিবাচক দিক। প্রথম দিকে আমরা ভালোই খেলেছি। কিন্তু পরের দিকে কাজটা কঠিন হয়ে গিয়েছিল। বাকি দলগুলো সেখানে এগিয়ে যায়।" অন্যদিকে ম্যাচের সেরা অভিষেক শর্মা বলছেন, "আমি আরও ভালো খেলতে চেয়েছিলাম। যদি আমি ভালো খেলি, তাহলে দল ভালো করবে। আন্তর্জাতিক ক্রিকেটও এই পরিকল্পনায় চলে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের মতো আইপিএল শেষ লখনউ সুপার জায়ান্টসের। প্লে অফে উঠতে হলে টানা তিনটি ম্যাচ জিততেই হত।
  • সেখানে হায়দরাবাদের কাছে হারতেই সব রাস্তা বন্ধ হয়ে গেল।
  • জঘন্য ফর্ম অব্যাহত অধিনায়ক ঋষভ পন্থের। ম্যাচ হেরে তিনি দায় চাপিয়ে দিলেন বোলারদের উপর।
Advertisement