shono
Advertisement
Shubman Gill

'বিয়ের ফুল ফুটল নাকি?', ভরা ইডেনে প্রশ্ন শুভমানকে, লজ্জিত মুখে গুজরাট অধিনায়ক বললেন...

প্রেমের ফাঁদ পাতা 'সারা' ভুবনে।
Published By: Arpan DasPosted: 09:15 PM Apr 21, 2025Updated: 12:23 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য একে-অপরকে 'আনফলো' করেছেন শুভমান গিল (Shubman Gill) ও সারা তেণ্ডুলকর। তারপরই শুভমানকে উদ্দেশ্য করে ধেয়ে এল প্রশ্ন, "সামনেই কি বিয়ে?" আর সেটা এল একেবারে ইডেনের ভরা মঞ্চে। উত্তরে কী বললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক?

Advertisement

শচীনকন্যার সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে চর্চা চলে বছরভর। প্রকাশ্যে একসঙ্গে দেখা না গেলেও, তাঁদের সম্পর্ক নিয়ে চলে গুঞ্জন। আবার কখনও প্রকাশ্যে আসে সারা তেণ্ডুলকরের সঙ্গে দূরত্বের কথাও। সম্প্রতি যে ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে সব কিছু চুকেবুকে গিয়েছে দুজনের মধ্যে।

এই 'মান-অভিমানে'র খেলার মধ্যে অবশ্য ক্রিকেটের ময়দানে গিলের দাপট অব্যাহত রয়েছে। আইপিএলে (IPL 2025) গুজরাট রয়েছে শীর্ষস্থানে। গিলও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইডেনে নাইটদের বিরুদ্ধে জিতলে প্লে অফের দৌড়ে আরও অনেকটা এগিয়ে যাবে তাঁরা। এই ম্যাচেও ৫৫ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন। কিন্তু তার আগে টসের সময় ক্রিকেট সংক্রান্ত কথাবার্তার মধ্যেই উড়ে এল বেমক্কা এক প্রশ্ন।

সঞ্চালক ড্যানি মরিসন জিজ্ঞেস করলেন, "তোমাকে দেখে বেশ হাসিখুশি মনে হচ্ছে। কী ব্যাপার? বিয়ের ফুল উঠল নাকি? সামনেই কি বিয়ে?" হঠাৎ এই প্রশ্নে কিছুটা লজ্জিতই হন গিল। তারপর হাসিমুখেই উত্তর দেন, "না সেরকম কোনও ব্যাপার নেই।" যদিও গিলের মুখে চওড়া হাসি দেখে কিন্তু অনেকের মনেই অল্পবিস্তর সন্দেহ দানা বাঁধছে।

শচীন-কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্সে’র সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম কানাঘুষোও চলে। আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। তিনি যতই অস্বীকার করুন না কেন, প্রেমের ফাঁদ পাতা 'সারা' ভুবনে। গিল কতদিন এড়িয়ে চলেন, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য একে-অপরকে 'আনফলো' করেছেন শুভমান গিল ও সারা তেণ্ডুলকর।
  • তারপরই শুভমানকে উদ্দেশ্য করে ধেয়ে এল প্রশ্ন, "সামনেই কি বিয়ে?"
  • আর সেটা এল একেবারে ইডেনের ভরা মঞ্চে। উত্তরে কী বললেন গুজরাট টাইটান্সের অধিনায়ক?
Advertisement