সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবি'র বিজয় মিছিলে বড়সড় দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাঁদের মধ্যে একজন মহিলা। আরও ২৫ জন আহত হয়েছেন বলে খবর। সেখানে ৬ বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি'র ট্রফিজয়ের সেলিব্রেশন হওয়ার কথা। স্টেডিয়ামে ঢোকার জন্য আলাদা পাস দেওয়া হয়েছিল। সেখানে সকাল থেকেই বাইরে হাজার-হাজার জনতা জড়ো হয়েছিলেন। রাস্তায় বিরাট যানজট হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। প্রাণে বাঁচতে সমর্থকরা একে-অপরকে টপকে পালাতে যান। তাতে সমস্যা আরও বাড়ে। সেই ভিড়ের মধ্যেই আচমকা পদপিষ্টের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ঘটেছে। অ্যাম্বুল্যান্সের সাহায্যে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুলিশ একজনকে কোলে করে ছুটছেন।
পুরো ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানান, "পরিস্থিতি সামলানোর জন্য ৫০০০ নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।"
মঙ্গলবার রাতে আইপিএল জিতেছে আরসিবি। বুধবার বেঙ্গালুরুতে পৌঁছেছেন কোহলিরা। ১৮ বছরে প্রথমবার ট্রফি জেতায় উৎসবের আবহ বেঙ্গালুরুতে। প্রথমে ঠিক হয়েছিল কর্নাটকের বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে বিজয় শোভাযাত্রা করবে আরসিবি। কিন্তু যানজটের দোহাই দিয়ে ওই শোভাযাত্রার অনুমতি বাতিল করে পুলিশ। বিকেলে চিন্নাস্বামীতে সেলিব্রেশনে উপস্থিত কোহলিরা। বাইরে মৃত্যুমিছিল চললেও ভিতরে উৎসব থামেনি।