সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেকর্ড বুকে নাম বিরাট কোহলির। রাজস্থান রয়্যালসকে হারানোর ম্যাচে নতুন নজির গড়লেন আরসিবি ব্যাটার। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১০০টি হাফসেঞ্চুরি হয়ে গেল তাঁর। তবে চিন্তাও রইল অন্য জায়গায়। হাফসেঞ্চুরির পরই সঞ্জু স্যামসনকে দিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করান তিনি। তাতেই ভক্তদের উদ্বেগ, কোহলির শরীর সুস্থ তো?

আগের ম্যাচে দিল্লির কাছে হারতে হয়েছিল। এদিন জয়পুরের স্টেডিয়ামে জয়ের সরণিতে ফিরল আরসিবি। সৌজন্যে ফিল সল্ট ও বিরাট কোহলির চওড়া ব্যাট। ইংরেজ ব্যাটার করেন ৩৩ বলে ৬৫ রান। অন্যদিকে কোহলি অপরাজিত থাকেন ৬২ রানে। বেঙ্গালুরু ম্যাচ জেতে ৯ উইকেটে।
জয়পুরে ৩৯ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। যা তাঁর টি-টোয়েন্টিতে ১০০তম অর্ধশতক। আইপিএলে তাঁর হাফসেঞ্চুরি ৫৮টি। ৪০৫টি ম্যাচে এই নজির গড়লেন তিনি। সঙ্গে রয়েছে ৯টি সেঞ্চুরি। যদিও তার আগেই ১০০টি হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন অজি তারকা। আর ওয়ার্নার, কোহলির পর আছেন বাবর আজম (৯০)।
আর কোহলির হাফসেঞ্চুরির পরের বলেই ধরা পড়ল উদ্বেগজনক ছবি। ১৫তম ওভারের চতুর্থ বলে দু'রান নেন কোহলি। তারপরই দেখা যায় রাজস্থানের উইকেটকিপারের সঙ্গে কথা বলছেন। স্টাম্প মাইকে ধরা পড়ে সঞ্জুকে বলছেন, "হার্টরেট দেখ তো একবার।" সঞ্জু গ্লাভস খুলে হৃদস্পন্দন দেখে বলেন, "ঠিক আছে।" আসলে এটাই জয়পুরে রাজস্থানের প্রথম ম্যাচ। সেখানে দুপুরে তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি। স্বাভাবিক ভাবেই এই গরমের মধ্যে ম্যাচে যথেষ্ট উদ্বেগ ছিল সমর্থকদের।