সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেকর্ড বুকে নাম বিরাট কোহলির। পাঞ্জাব কিংসকে হারানোর ম্যাচে নতুন নজির গড়লেন আরসিবি ব্যাটার। টপকে গেলেন ডেভিড ওয়ার্নারকেও। আর কোহলির ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে 'বদলা'ও নিল আরসিবি।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কোহলি। যা ছিল তাঁর টি-টোয়েন্টিতে ১০০তম অর্ধশতক। যদিও তার আগেই ১০০টি হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের। এবার আইপিএলের ইতিহাসে অজি ক্রিকেটারকে ছাপিয়ে গেলেন কোহলি। পাঞ্জাবের বিরুদ্ধে তাঁর হাফসেঞ্চুরি এল ৪৩ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেন ৭৩ রানে।
সব মিলিয়ে আইপিএলে ৬৭ বার পঞ্চাশের বেশি রান করলেন তিনি। যার মধ্যে আছে ৫৯টি হাফসেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরি। অন্যদিকে ওয়ার্নারের ঝুলিতে ৬২টি হাফসেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি আছে। তারপর এই তালিকায় আছেন শিখর ধাওয়ান (৫৩) ও রোহিত শর্মা (৪৫)। এর মধ্যে ওয়ার্নার আইপিএলে নেই। ধাওয়ানও অবসর নিয়েছেন। সব মিলিয়ে আইপিএলের রেকর্ড তালিকায় একপ্রকার ধরাছোঁয়ার বাইরে 'কিং'।
চলতি আইপিএলে ৪টি হাফসেঞ্চুরি হয়ে গেল কোহলির। ৮ ম্যাচে রান ৩২২। আর কেন তাঁকে 'চেজমাস্টার' বলা হয়, তা এদিন ফের প্রমাণ করে দিলেন কোহলি। ঘরের মাঠে পাঞ্জাব মাত্র ১৫৭ রানে থেমে যায়। জবাবে শুরুতে ফিল সল্টের উইকেট হারায় আরসিবি। সেখান থেকে দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে বেঙ্গালুরুকে জয়ের মসৃণ রাস্তায় নিয়ে আসেন কোহলি। আর অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন তিনি। অবশ্য ম্যাচের মধ্যে খানিক বিতর্কও বাঁধালেন। শ্রেয়সের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
