shono
Advertisement
IPL

যুদ্ধবিরতির পরই আইপিএল শুরু? ইঙ্গিতবাহী মন্তব্য বিসিসিআই কর্তার

বাকি ম্যাচগুলি না হলে ২ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের।
Published By: Anwesha AdhikaryPosted: 05:16 AM May 11, 2025Updated: 05:16 AM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধবিরতির পরেই আইপিএল শুরু হতে চলেছে! এমনটাই ইঙ্গিত মিলল আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের মন্তব্যে। উল্লেখ্য, ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত রাখা হয়েছে আইপিএল। নিজেদের বাড়ির পথে পা বাড়িয়েছেন ১০ দলের বিদেশি ক্রিকেটাররা। তা সত্ত্বেও খুব দ্রুতই আইপিএল শুরু হবে, এমনটাই বলেছেন ধুমল।

Advertisement

পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা কড়া হাতে বানচাল করেছে ভারতীয় সেনা। জল-স্থল-বায়ু, তিন ক্ষেত্রেই ভারতীয় শক্তির পরাক্রমে রীতিমতো হিমশিম খাচ্ছে পড়শি দেশ। এই আবহে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এখনও আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, ফাইনাল-সহ চারটি প্লে অফ ম্যাচ। তবে সেই ম্যাচগুলি খুব দ্রুতই শুরু হতে চলেছে।

শনিবার ভারত-পাক যুদ্ধবিরতির ঘোষণা করে ভারতীয় বিদেশমন্ত্রক। তারপরেই একটি সংবাদমাধ্যমকে ধুমল বলেন, "এখনই যুদ্ধবিরতি ঘোষণা হল। এবার আইপিএল আবার শুরু করার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করতে পারি। যদি সম্ভব হয় তাহলে এখনই আইপিএল শুরু করে দেওয়া হতে পারে। আপাতত ফ্র্যাঞ্চাইজি মালিক, সম্প্রচারকারী সংস্থা সকলের সঙ্গে আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সরকারের সঙ্গে আলোচনা।" তবে ধুমলের এই মন্তব্যের পরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

তবে আইপিএল কবে শুরু হবে তা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে। সূত্রের খবর, বোর্ডের তরফে বিদেশি ক্রিকেটারদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই আইপিএল শুরু হতে পারে, এমন আভাস দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের। আগামী বৃহস্পতিবার থেকে আইপিএল পুরোদমে শুরু হবে, এমনটাও শোনা যাচ্ছে। আসলে বাকি ম্যাচগুলি না হলে ২ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বিসিসিআইয়ের। সেই বিষয়টিও মাথায় রেখে দ্রুত আইপিএল আয়োজন করতে চাইছে বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা কড়া হাতে বানচাল করেছে ভারতীয় সেনা। জল-স্থল-বায়ু, তিন ক্ষেত্রেই ভারতীয় শক্তির পরাক্রমে রীতিমতো হিমশিম খাচ্ছে পড়শি দেশ।
  • আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, ফাইনাল-সহ চারটি প্লে অফ ম্যাচ।
  • আইপিএল কবে শুরু হবে তা নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশাল মিডিয়ায়। কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে।
Advertisement