shono
Advertisement
IPL

ম্যাচের সংখ্যা বাড়তে চলেছে আইপিএলে, বড় সিদ্ধান্তের পথে বোর্ড, দলও কি বাড়বে?

চলতি বছর থেকেই ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল বোর্ডের। হল না কেন?
Published By: Arpan DasPosted: 05:55 PM Apr 28, 2025Updated: 05:55 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের সংখ্যা বাড়তে পারে আইপিএলে। আরও ২০টি বেশি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই পরিকল্পনা ধরেই এগোচ্ছে বিসিসিআই। আর সেই তথ্য জানালেন খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। সামনের মরশুম থেকেই কি সেটা শুরু হতে চলেছে? দলও কি বাড়বে আইপিএলে? সেই সব বিষয়ে মুখ খুললেন অরুণ ধুমাল।

Advertisement

এখন আইপিএলে খেলে ১০টি দল। মোট ম্যাচ সংখ্যা ৭৪। যদিও সব দল একে অপরের বিরুদ্ধে খেলার সুযোগ পায় না। ২০২২ থেকে এই পদ্ধতি চালু হয়েছে। নতুন ফরম্যাটে মোট ৯৪টি ম্যাচ হবে। তবে কোনও দল যুক্ত করার ভাবনা নেই বোর্ডের। ঘরে-বাইরে পদ্ধতি অনুসরণ করলেই মোট ম্যাচ সংখ্যা ৯৪ হয়ে যাবে। এমন নয় যে, পরের বছর থেকেই এই ফরম্যাট চালু হবে। বরং ২০২৮ সাল থেকে এই ফরম্যাট শুরুর কথা ভাবছে বোর্ড।

আসলে আন্তর্জাতিক ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি'র ক্যালেন্ডারের মধ্যে আলাদা সময় থাকে আইপিএলের। ফলে সুদূরপ্রসারী ভাবনা ছাড়া সময় বাড়ানো সম্ভব নয়। যেমন, ২০২৪-এ আইপিএলের পরই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার অস্ট্রেলিয়া সফর, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শুরু হয়েছে এবারের আইপিএল। ফলে সময়ের অভাব স্পষ্ট। তাছাড়া সম্প্রচার স্বত্ব সংক্রান্ত জটিলতাও রয়েছে। তার পরবর্তী চক্র ছাড়া নতুন ফরম্যাট চালু করা সম্ভব নয়।

এই বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধুমাল বলেন, "আমরা বিষয়টা নিয়ে আইসিসি'র সঙ্গে কথা বলছি। আইসিসি ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সমর্থকদের আগ্রহ বিবেচনা করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বিষয়টি আমাদের আরও গুরুত্ব নিয়ে কথা বলতে হবে। দেখতে হবে স্বত্বাধিকারীদের জন্য আমরা আরও সুযোগ তৈরি করতে পারি।"

আর তার জন্য দরকার আরও সময়। ধুমালও ঠিক সেটাই চাইছেন। তিনি বলেন, "যাতে সব দল, সবার বিপক্ষে ম্যাচ খেলতে পারে, তার জন্য বেশি সময় দরকার। তাহলে মোট ৯৪টি ম্যাচ হবে। কিন্তু এত কম সময়ে সেটা আয়োজন করা সম্ভব নয়। কিন্তু বর্তমানের ছবিটা দেখলেই বোঝা যাবে ক্রিকেট কীভাবে বদলাচ্ছে। সেই কারণে আইপিএলের এই বিষয়টা নিয়ে আমাদের ভাবনাচিন্তা করা দরকার।" তবে বোর্ডের ইচ্ছা ছিল, চলতি বছর থেকেই ৮৪টা ম্যাচ করার। কিন্তু ব্যস্ত শিডিউলের জন্য সেটা করা সম্ভব হয়নি।

একনজরে দেখে নেওয়া যাক, আইপিএলে কোন বছরে কতগুলি ম্যাচ হয়েছিল।
২০০৮- ৫৯
২০০৯- ৫৯
২০১০- ৬০
২০১১- ৭৪
২০১২- ৭৬
২০১৩- ৭৬
২০১৪- ৬০
২০১৫- ৬০
২০১৬- ৬০
২০১৭- ৬০
২০১৮- ৬০
২০১৯- ৬০
২০২০- ৬০
২০২১- ৬০
২০২২- ৭৪
২০২৩- ৭৪
২০২৪- ৭৪
২০২৫- ৭৪

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের সংখ্যা বাড়তে পারে আইপিএলে। আরও ২০টি বেশি ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
  • সেই পরিকল্পনা ধরেই এগোচ্ছে বিসিসিআই।
  • আর সেই তথ্য জানালেন খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।
Advertisement