সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে ছিল আশা-আশঙ্কার দোলা। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহাতারকারা টেস্ট থেকে অবসর নিয়েছেন। সেখানে শুভমান গিলের 'নতুন ভারত' কি পারবে অবিশ্বাস্য কিছু করে দেখাতে? হ্যাঁ, সেটা পেরেছেন তাঁরা। ওভালে টেস্ট জিতে ইংল্যান্ড থেকে সিরিজ জয় করে ফিরছে টিম ইন্ডিয়া। তারপরই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা ইরফান পাঠানের (Irfan Pathan)।
ইংল্যান্ড সিরিজ শুরুর আগে একরাশ বিতর্ক ছিল ভারতীয় দলের জন্য। রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই মহাতারকা আচমকাই টেস্ট থেকে সরে দাঁড়ান। অনেকের মতে, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বনিবনার অভাব এর মূল কারণ। তার উপর নেতৃত্ব তুলে দেওয়া হয় তরুণ শুভমান গিলের উপর। কিন্তু একটা জিনিস পরিষ্কার। লাল বলের ক্রিকেটে রোহিত-বিরাটের অভাব সেভাবে বুঝতে দেননি গিলরা।
সোশাল মিডিয়ায় পাঠান লিখেছেন, 'এই সিরিজ আরও একবার মনে করিয়ে দিল, ক্রিকেট কারও জন্য থেমে থাকে না।' প্রাক্তন ক্রিকেটার যদিও কারও নাম নেননি। তবে ইঙ্গিতপূর্ণ বার্তায় মনে করা হচ্ছে, রোহিত-বিরাটকে কটাক্ষ করতে পারেননি। উল্লেখ্য, বর্ডার গাভাসকর সিরিজেও রোহিত-বিরাটদের সমালোচনা করেছিলেন তিনি। আরও একটি মত হচ্ছে, জশপ্রীত বুমরাহকেও ইঙ্গিত করা হতে পারে। বুমরাহর ওয়ার্কলোড নিয়ে একাধিকবার সরব হয়েছেন পাঠান।
সাম্প্রতিক সময়ে টেস্টে রোহিতের পারফরম্যান্স খুব খারাপ ছিল। ধারাবাহিকতার অভাবে ভুগছিলেন কোহলিও। এমন নয় যে, সাই সুদর্শনের মতো তরুণরা আহামরি কিছু করেছেন। তবু রোহিত-বিরাট জমানা ভুলে একটা নতুন দিশায় এগিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
