সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন। কিন্তু মাপা রান আপে কিছুটা হেঁটে এসে আগুনে গতিতে বল ছুড়ে দেওয়া-এখনও আগের মতোই বিষাক্ত। চোট সারিয়ে ফেরা জশপ্রীত বুমরাহ যেন আগের চেয়েও বেশি ভয়ংকর। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইনট্রা স্কোয়াড ওয়ার্ম আপ ম্যাচে আগুন ঝরাচ্ছেন বুম বুম বুমরাহ। তাঁকে সামলাতে বেশ চাপে ব্যাটাররা।
বন্ধ দরজার আড়ালে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত এবং ভারত এ। তবে সেই ম্যাচেও কে কেমন খেলছেন, কার কোথায় দুর্বলতা-সেগুলো খতিয়ে দেখতে চান ভারতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্টরা। তাই খেলা চলাকালীন একটি থামের গায়ে ক্যামেরা বেঁধে রাখছেন তাঁরা। বিভিন্ন অ্যাঙ্গেলে খেলার নানা মুহূর্ত রেকর্ড করে সেগুলি বিশ্লেষণ করবেন ভারতীয় দলের দুই পারফরম্যান্স অ্যানালিস্ট। এই ম্যাচ সম্প্রচার হচ্ছে না, তবুও প্রত্যেক ক্রিকেটারের পারফরম্যান্সের রেকর্ড রাখছেন তাঁরা।
পারফরম্যান্স অ্যানালিস্টদের ভিডিওতেই দেখা যাচ্ছে, আগুনে গতিতে বল করছেন বুমরাহ। প্রচণ্ড গতি, ব্যাটারকে পরাস্ত করা, নিখুঁত লাইন-লেংথ সমস্ত কিছুই আবারও ধরা পড়েছে বুমরাহর বোলিংয়ে। আসন্ন ইংল্যান্ড সফরে বুমরাহকে সামলাতে হিমশিম খাবেন বেন স্টোকসরা, সেকথা যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন তারকা পেসার। মহম্মদ সিরাজ-শার্দূল ঠাকুরের মতো পেসাররাও বেশ ভালো ফর্মেই রয়েছেন ইনট্রা স্কোয়াড ম্যাচে।
তবে বুমরাহকে নিয়ে চিন্তাও থেকে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যার জায়গা হল তাঁর চোটআঘাত জনিত সমস্যা। বুমরাহকে দলে বেছে নেওয়ার সময়ই হেড কোচ অজিত আগরকর বলে দিয়েছিলেন, সবকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ৩টি ম্যাচে খেলতে পারেন বুমরাহ। তবে কোন তিনটি ম্যাচে ভারতীয় পেস বিভাগের প্রধান হাতিয়ারকে খেলানো হবে, সেটা স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকাদের মতে, লাগাতার বল করিয়ে যাওয়া নয়, উইকেট টেকার হিসাবে ব্যবহার করতে হবে তারকা পেসারকে।
