সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। তাবড় ইংরেজ বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেন দু’জন। লর্ডসে আরও একটা সেঞ্চুরি করেন রাহুল। যদিও দুর্ভাগ্যবশত সেঞ্চুরি থেকে ২৬ রান আগে রানআউট হয়ে যান ঋষভ পন্থ। রাহুলের সঙ্গে তাঁর ১৪১ রানের পার্টনারশিপ ভারতকে ইংল্যান্ডের রানের কাছাকাছি পৌঁছতে সাহায্য করে। যদিও লাঞ্চের ঠিক আগে পন্থ এভাবে রানআউট হয়ে যাওয়ায় কিছুটা হলেও অনুতাপে ভুগছেন রাহুল।
তৃতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, "পন্থকে বলেছিলাম, সম্ভব হলে লাঞ্চের আগে সেঞ্চুরি করার চেষ্টা করব। লাঞ্চের আগের ওভারে বল করতে আসেন শোয়েব বশির। মনে হয়েছিল এটাই সেঞ্চুরি করার দারুণ সুযোগ। চেয়েছিলাম বাউন্ডারি হাঁকাতে। কিন্তু বলটা সোজাসুজি চলে যায় ফিল্ডারের কাছে।"
এরপর পন্থের রানআউট প্রসঙ্গে রাহুলের সংযোজন, "পন্থ হয়তো স্ট্রাইক রোটেট করতে চেয়েছিল। ওর চেষ্টা ছিল আমাকে স্ট্রাইক ফিরিয়ে দেওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত ও রানআউট হয়ে গিয়েছিল। এভাবে রানআউট হওয়াটা উচিত হয়নি। সেই পর্যায়ে রানআউট ম্যাচের সত্যিই গতি বদলে দিয়েছে। এটা আমাদের দু'জনের কাছেই হতাশাজনক ছিল। কেউই উইকেট এভাবে ছুড়ে ফেলতে চায় না।"
আঙুলে চোট নিয়ে যে ইনিংসটি পন্থ উপহার দিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর ছক্কা হাঁকিয়ে তিনি ছাপিয়ে গেলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন রিচার্ডস। এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ৩৪টি। ৫৯তম ওভারের শেষ বলে বেন স্টোকসকে বিশাল ছক্কা হাঁকিয়ে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারকে টপকে যান পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২টি টেস্ট খেলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। আর তাতেই রিচার্ডসকে টপকে গিয়েছেন।
অন্যদিকে, লর্ডসে আরও একটা সেঞ্চুরি করেন রাহুল। সেই সঙ্গে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার। দ্বিতীয় ভারতীয় হিসেবে ঐতিহাসিক লর্ডসে দু’টি সেঞ্চুরি করলেন। যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকরের নামে। প্রাক্তন ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। যদিও সেঞ্চুরির পর অবশ্য শোয়েব বশিরের বলে আউট হন তিনি। দুই ক্রিকেটার রান পেলেও পন্থের রানআউট নিয়ে চর্চা অব্যাহত। টিম ইন্ডিয়ার উইকেটকিপার এভাবে আউট না হলে ভারত হয়তো আরও ভালো জায়গায় থাকত।
