shono
Advertisement
West Indies Cricket

২৭ রানে অলআউটে টেস্টে দুর্দশা, এবার টি-টোয়েন্টিতেও বিপাকে 'শক্তিশালী' ওয়েস্ট ইন্ডিজ?

টেস্টে সুসময় ফেরাতে নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
Published By: Arpan DasPosted: 07:55 PM Jul 18, 2025Updated: 07:55 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ছবিটা একেবারেই আশাজনক নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। এবার কি টি-টোয়েন্টিতে বিপাকে পড়তে চলেছে ওয়েস্ট ইন্ডিজ? যেখানে তারা বিশ্বের অন্য দলের মতো যথেষ্ট শক্তিশালী।

Advertisement

সম্প্রতি টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একরাশ লজ্জার রেকর্ড গড়ে পরাজয়ের পর তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই কারণে একটি বৈঠকও ডাকা হয়েছে ক্যারিবিয়ান বোর্ডের তরফে। সেখানে ডাকা হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাকে। তার ভবিষ্যৎ কী হবে সেটা তো সময়ই বলবে।

কিন্তু এর মধ্যেই টি-টোয়েন্টি নিয়েও চিন্তায় পড়তে পারে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেটা এখন নয়। ২০২৮-র লস অ্যাঞ্জেলসের অলিম্পিকের সময়। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। যোগ্যতা অর্জনের পদ্ধতি জানা না গেলেও, অলিম্পিকে যে টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে, তা জানা গিয়েছে। কিন্তু সেখানে নাও খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আটকে যেতে পারে নিয়মে।

আসলে অলিম্পিকের নিয়ম হল, ন্যাশনাল অলিম্পিক কমিটির দ্বারা স্বীকৃত দেশগুলিই অংশগ্রহণ করতে পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোনও দেশ নয়। বরং ১২টি সার্বভৌম দেশের সমষ্টি। আর এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে। ২০২২-এ কমনওয়েলথ গেমসে শুধুমাত্র বার্বাডোসকেই মহিলা ক্রিকেট দল খেলাতে হয়েছিল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলছেন, "এখনও পর্যন্ত অলিম্পিকে অংশগ্রহণ করার কোনও সম্ভাবনা নেই।" একই সমস্যা হতে পারে, ইংল্যান্ড ও গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ছবিটা একেবারেই আশাজনক নয়।
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা।
  • কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে বিশ্বের অন্য দলের মতো যথেষ্ট শক্তিশালী।
Advertisement