shono
Advertisement
Luke Hollman

ঠিক যেন 'লগন' সিনেমার পাল্টি খাওয়া শট! বাস্তবে 'অদ্ভুত' শট মারলেন কে?

নতুন এই শটের নামকরণ কী হবে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা।
Published By: Prasenjit DuttaPosted: 04:42 PM Jul 18, 2025Updated: 04:49 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে নিত্যনতুন শট আবিষ্কার নতুন কিছু নয়। এ যাবৎ নানান শট আবিষ্কার করে এসেছেন বিভিন্ন ক্রিকেটার। রিভার্স সুইপ আবিষ্কার করেছেন মুস্তাক মহম্মদ, দিলস্কুপ খেলতে প্রথম দেখা গিয়েছিল তিলকরত্নে দিলশানকে, ধোনি যেমন হেলিকপ্টার শট খেলে ভুবন মাতিয়ে রেখেছিলেন, ঠিক তেমনই আরও একটা শট এবার হয়তো ক্রিকেটের অভিধানে ঢুকতে চলেছে। কে উদ্ভাবন করেছেন নতুন এই শট?

Advertisement

মিডলসেক্সের ২৪ বছর বয়সি ব্যাটার লুক হলম্যান। আশ্চর্য এক শট খেলেছেন তিনি। সেই শটের নামকরণ কী হবে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। বোলার ছিলেন সারের অধিনায়ক স্যাম কুরান। তাঁর স্লোয়ার বলে প্রথমে স্কুপ করবেন বলে মনস্থির করেন হলম্যান। কিন্তু মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত বদল করে গ্রিপ বদলে ফেলে খানিকটা পুলের মতো পিছনে মারেন তিনি। বল চলে যায় সীমানার বাইরে।

শটটি মারার সময় কিছুটা পয়েন্টের দিকে ঘুরে গিয়েছিলেন হলম্যান। বলকে অবলীলায় সীমানার বাইরে পাঠিয়ে নিজেই হেসে ওঠেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭টি ম্যাচ খেলা এই অলরাউন্ডার। তাঁর শট দেখে তো রীতিমতো তাজ্জব সকলে। অনেকেই আবার হলম্যানের এই শটের সঙ্গে তুলনা টেনেছেন 'লগন' সিনেমার গুরন বাবার পাল্টি খাওয়া শটের। ফিরিঙ্গি বোলারের বল অনেকটা এমনই ভঙ্গিতে ছক্কা হাঁকিয়েছিলেন 'টিম ভুবনে'র দলের এই সদস্য।

অনেকের মতে, নতুন এই শটের নামকরণ করা হোক 'রিভার্স সুইচ পুল'। কারওর মন্তব্য, এর নাম হোক 'রিভার্স সুইচ স্ল্যাপ'। এক নেটিজেন লেখেন, 'শটটা অসাধারণ। কিন্তু স্যাম কুরানের বলটা অনেকটা অফস্পিনের মতো ছিল।' যাই হোক, এমন শট মেরে ক্রিকেটপ্রেমীদের অবাক করলেও মিডলসেক্সকে কিন্তু জেতাতে পারেননি হলম্যান। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিডলসেক্সের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৮১ রানে। অর্থাৎ, ৮ রানে হেরে যেতে হয় তাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিডলসেক্সের ২৪ বছর বয়সি ব্যাটার লুক হলম্যান।
  • আশ্চর্য এক শট খেলেছেন তিনি।
  • বোলার ছিলেন সারের অধিনায়ক স্যাম কুরান।
Advertisement