shono
Advertisement
Yuzvendra Chahal

চাহালের নাম ব্যবহার করে ফলোয়ার বাড়ানোই লক্ষ্য! কটাক্ষের পালটা দিলেন মাহভাশ

কিছুদিন আগে নিজেকে প্রকাশ্যে মাহভাশের 'ফ্যান বয়' বলে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন যুজি।
Published By: Prasenjit DuttaPosted: 01:56 PM Jun 07, 2025Updated: 01:56 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য তিনি নাকি চাহালের নাম ব্যবহার করেছেন। আর এ নিয়ে রীতিমতো ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন মাহভাশ। আসলে ঘটনাটি কী? আইপিএল ফাইনালে পাঞ্জাব হেরে যাওয়ার পর চাহালকে নিয়ে ইনস্টায় আবেগঘন পোস্টও করেছিলেন মাহভাশ। কিন্তু আশ্চর্যজনকভাবে এক নেটিজেন মাহভাশকে নিয়ে বিরূপ মন্তব্য করে বসেন।

Advertisement

ওই ব্যক্তি লেখেন, 'চাহালের নাম ব্যবহার করে ফলোয়ার বাড়ানোই লক্ষ্য। আমি বাজি ধরে বলতে পারি, ও নতুন নতুন খেলা দেখতে শুরু করেছে।' মাহভাশও চুপ থাকেননি। পত্রপাঠ উত্তরে লেখেন, '২০১৯ সাল থেকে আমি ক্রিকেট হোস্টিংয়ের সঙ্গে যুক্ত। আপনি বোধহয় সে সব জানেন না। তাই গবেষণা করে দেখুন।' মাহভাশের এমন প্রত্যুত্তর প্রশংসা আদায় করে নিয়েছে নেটপাড়ায়।

ফাইনালের পর পোস্টে মাহভাশ জানিয়েছিলেন, পাঁজর ও আঙুলে আঘাতের পরেও হাল ছাড়েননি চাহাল। পাঞ্জাব কিংসকে নিজের সেরাটা দিয়েছে সে। তাছাড়াও তিনি বেশ কয়েকটা ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শেষপর্যন্ত লড়াই করেছে পাঞ্জাব। দারুণ লড়াই। আর এটা চাহালের জন্য বিশেষ পোস্ট। কারণ অনেকেই জানেন না ওর পাঁজরের হাড় ভেঙেছিল। ডানহাতের আঙুলেও চোট পেয়েছিল। তা সত্ত্বেও মানুষটা গোটা মরশুম খেলেছে। এতগুলো ফ্র্যাকচার নিয়েও। আমরা সবাই ওকে যন্ত্রণায় কাতরাতে দেখেছি। কিন্তু কখনও হাল ছাড়তে দেখিনি। আমি বলতে চাইছি, তোমার মধ্যে একটা যোদ্ধা লুকিয়ে রয়েছে।'

এমন মন্তব্যে সিংহভাগের মনজয় করলেও কিছু ইউজার কটাক্ষ করতে ছাড়েননি। যার জবাবও দিয়েছেন মাহভাশ। আর তাতে নেটিজেনদের পাশেও পেয়েছেন তিনি। উল্লেখ্য, দুইয়ের মধ্যে সম্পর্কের গুঞ্জন অনেকদিন থেকেই। কিছুদিন আগেই চাহালকে 'তুমি কত্ত প্রতিভাবান' বলেছিলেন মাহভাশ। অন্যদিকে, নিজেকে প্রকাশ্যে মাহভাশের 'ফ্যান বয়' বলে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন চাহাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য তিনি নাকি চাহালের নাম ব্যবহার করেছেন।
  • আর এ নিয়ে রীতিমতো ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে।
  • যদিও সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন মাহভাশ।
Advertisement