সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান লড়াই চলছে কেনিংটন ওভালে। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে এখনও জেতার সম্ভাবনা রয়েছে দুই দলেরই। ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথের ফলাফল হয়ে যেতে পারে রবিবারই। কিন্তু রবিবার ক্রিকেটের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে, এদিন অন্তত ৫০ শতাংশ বৃষ্টি হতে পারে ওভালে।
ওভাল ম্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। কিন্তু সেই ওভাল টেস্টের প্রথমদিন বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছে। দ্বিতীয় দিনেও বৃষ্টির জেরে খানিক ভোগান্তি হয়েছে ক্রিকেটারদের। তৃতীয় দিন অবশ্য সারাদিনই খেলা হয়েছে। মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি সেরকম হয়নি।
কিন্তু সেই ছবিটা বদলে যেতে পারে রবিবার। ম্যাচের চতুর্থ দিনের অনেকটাই ভেস্তে যেতে পারে বৃষ্টিতে, এমনটাই বলছে আবহাওয়ার পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, চতুর্থ দিন ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভালে। বিশেষ করে দুপুরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে লাঞ্চের পরের সেশনের খেলা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। যেহেতু যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে ওভালে। স্বভাবতই সাহায্য পাবেন পেসাররা।
উল্লেখ্য, ওভালে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৭৪ রান। তৃতীয় দিনের শেষে জিততে হলে ৩২৪ রান দরকার অলি পোপদের। ইতিমধ্যেই ওভালের পিচে বোলাররা সাহায্য পাচ্ছেন। বল অল্পসল্প সুইং করছে। এহেন পরিস্থিতিতে জয়ের জন্য লক্ষ্য ৩৭৪ রানে। হাতে দুদিনের বেশি সময়। ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। ফলে অসাধ্যসাধনের আশা ছাড়া আপাতত ইংল্যান্ডের জন্য আর কিছু নেই। সেখানে বৃষ্টি হলে ইংল্যান্ডের কিছুটা সুবিধা হতে পারে, তাদের ড্র করার সুযোগ থাকবে।
